চাঁপাইনবাবগঞ্জে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৪৪

, জাতীয়

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, চাঁপাইনবাবগঞ্জ | 2023-08-23 21:21:59

গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালে ১ ও রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চাঁপাইনবাবগঞ্জের ২ জন মারা যান। এ সময় ৩০২ জনের নমুনা পরীক্ষায় ৪৪ জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়। নমুনা পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ১৪.৫৬ শতাংশ।

বৃহস্পতিবার (৮ জুলাই) জেলা সিভিল সার্জন ডা. জাহিদ নজরুল চৌধুরী এই তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, করোনায় আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালে ১ ও রাজশাহী মেডিকেল হাসপাতালে চাঁপাইনবাবগঞ্জের ২ জনের মৃত্যু হয়েছে। এখন চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালের করোনা ওয়ার্ডে ৭২ জন রোগী চিকিৎসা নিচ্ছে।

গত ২৪ ঘণ্টায় আরটিপিসিআর ল্যাবে ১৩৫ জনের নমুনা পরীক্ষায় ২৭ জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। নমুনা পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ২০ শতাংশ। র‌্যাপিড অ্যান্টিজেন টেস্টে ১৬৭ জনের নমুনা পরীক্ষায় ১৭ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে চাঁপাইনবাবগঞ্জ সদরে ১৫ ও শিবগঞ্জে ২ জন। নমুনা পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ১০.১৭ শতাংশ। মোট গড় শনাক্তের হার ১৪.৫৬ শতাংশ।

জেলায় এ পর্যন্ত মোট ৪ হাজার ৪০১ জনের দেহে ভাইরাসটি শনাক্ত হয়েছে। এর মধ্যে ৩ হাজার ৪৭৩ জন সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন। মারা গেছেন ১৭৯ জন।

এ সম্পর্কিত আরও খবর