ভেজাল খাবার রাখার দায়ে ১১ লাখ টাকা জরিমানা

ঢাকা, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2023-08-23 14:44:57

 

রাজধানীতে ভেজাল ও অস্বাস্থ্যকর পরিবেশে খাবার রাখার দায়ে দুই প্রতিষ্ঠানকে  ১১ লাখ টাকা জরিমানা করেছে আর্মড পুলিশ ব্যাটালিয়ন ৫ ও বাংলাদেশ নিরাপদ খাদ্য  অধিদপ্তরের ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার (১৬ অক্টোবর) এপিবিএন-৫ এর সহকারি পুলিশ সুপার মুহাম্মদ নুর ইসলাম এবং বাংলাদেশ নিরাপদ খাদ্য  অধিদপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট তুষার আহমেদ এ অভিযান পরিচালনা করেন।

রাজধানীর কলাবাগানে অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে খাদ্য পণ্য তৈরি করে বিক্রয় করায়, বিক্রমপুর মিষ্টান্ন ভান্ডার এর ব্যবস্থাপক অনিক ঘোষকে ৫ লাখ টাকা জরিমানা করেন এই আদালত।

একই অপরাধে মিরপুরে মিড নাইট সান-২ থাই অ্যান্ড চাইনিজ রেস্টুরেন্ট এর ব্যবস্থাপক রফিকুল ইসলামকে ৬ লাখ টাকা জরিমানা করেন।

এদিকে, ঢাকা মহানগর এলাকায় এপিবিএন-৫ এর ভেজাল বিরোধী অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে বলে জানান সহকারি পুলিশ সুপার  মুহাম্মদ নুর ইসলাম।

 

এ সম্পর্কিত আরও খবর