বাড়ি থেকে কোটি টাকা, অস্ত্র ও মাদক উদ্ধারের একদিন পরেও রাজশাহীর বাঘা উপজেলার আড়ানী পৌরসভার মেয়র মুক্তার আলীর খোঁজ পায়নি পুলিশ। তবে তাঁকে গ্রেফতারের চেষ্টা চলছে। মঙ্গলবার রাতে এক শিক্ষককে মারধরের জেরে তিনি মামলা করলে রাতেই মেয়রের বাড়িতে অভিযান চালায় পুলিশ।
এ সময় মেয়রকে না পাওয়া গেলেও বাড়িতে মেলে একটি অবৈধ বিদেশি পিস্তল, একটি ওয়ান শুটার গান, দেশীয় একটি বন্দুক, একটি এয়ার রাইফেল, শটগানের ২৬ রাউন্ড গুলি, চারটি পিস্তলের ম্যাগজিন, পিস্তলের ১৭ রাউন্ড গুলি, চারটি গুলির খোসা, ১০ গ্রাম গাঁজা, সাত পুরিয়া হেরোইন, ২০ পিস ইয়াবা, নগদ ৯৪ লাখ ৯৮ হাজার টাকা এবং মেয়রের দুটি সই করা চেক। চেক দুটিতে টাকার পরিমাণ আরও ১৮ লাখ। আটক করা হয় মেয়রের স্ত্রী এবং দুই ভাতিজাকে।
রাজশাহীর পুলিশ সুপার (এসপি) এবিএম মাসুদ হোসেন জানান, মেয়রের হাতে মারধরের শিকার শিক্ষক মনোয়ার হোসেন তাঁর বিরুদ্ধে একটি মামলা করেছেন। এছাড়া অস্ত্র এবং মাদক উদ্ধারের ঘটনায় পুলিশ দুটি মামলা করেছে। আর আগে থেকেই তাঁর বিরুদ্ধে আরও পাঁচটি মামলা আছে। সবমিলিয়ে এখন আটটি মামলার আসামি মেয়র মুক্তার।
তাঁকে গ্রেফতারের জন্য সব ধরনের চেষ্টা চলছে। তবে বৃহস্পতিবার রাত ৮টা পর্যন্ত তাঁকে গ্রেফতার করা যায়নি।