চাঁপাইনবাবগঞ্জে ১ জনের মৃত্যু, শনাক্ত ২০

, জাতীয়

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, চাঁপাইনবাবগঞ্জ | 2023-08-24 23:13:39

গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালে আরও ১ জনের মৃত্যু হয়েছে এবং ২৪১ জনের নমুনা পরীক্ষা করে ২০ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে।

রোববার (১১ জুলাই) সিভিল সার্জন ডা. জাহিদ নজরুল চৌধুরী এই তথ্য নিশ্চিত করেছে।

তিনি জানান, গত ২৪ ঘণ্টায় আরটিপিসিআর ল্যাবে ৫৫ জনের নমুনা পরীক্ষায় ৪ জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। এর মধ্যে চাঁপাইনবাবগঞ্জ সদরে ৩ ও নাচোল উপজেলায় ১ জন। নমুনা পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ৭.২৭ শতাংশ।

আর র‌্যাপিড অ্যান্টিজেন টেস্টে ১৮৬ জনের নমুনা পরীক্ষা করে ১৬ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে চাঁপাইনবাবগঞ্জ সদরে ১, শিবগঞ্জে ৬, গোমস্তাপুরে ৯ জন। নমুনা পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ৮.৬০ শতাংশ। মোট গড় শনাক্তের হার ৮.২৯ শতাংশ।

তিনি আরও জানান, চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালের করোনা ওয়ার্ডে এখন ৭১ জন রোগী চিকিৎসা নিচ্ছে। জেলায় এ পর্যন্ত মোট ৪৪৭০ জনের দেহে ভাইরাসটি শনাক্ত হয়েছে। আর সুস্থ হয়েছেন ৩৭০৭ জন। মারা গেছেন ১৮৬ জন।

এ সম্পর্কিত আরও খবর