নারায়ণগঞ্জে জঙ্গি আস্তানায় থেকে বিস্ফোরক উদ্ধার, বোমা নিস্ক্রিয়

, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ঢাকা | 2023-08-25 08:46:11

নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলায় পাচবাড়িয়ায় জঙ্গি আস্তানায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ বিস্ফোরক দ্রব্য উদ্ধার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। অভিযানকালে দুটি বোমা নিষ্ক্রিয় করতে বিকট শব্দে বিস্ফোরণের শব্দ হয়।

রোববার (১১ জুলাই) সন্ধ্যা থেকে ঢাকার কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিটের সদস্যরা বাড়িটি ঘেরাও করেন। উদ্ধার অভিযান শেষ হয় রাত ১২ টায়।

সিটিটিসির বোম্ব ডিসপোজাল ইউনিটের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার রহমত উল্লাহ চৌধুরী সুমন তিনি বলেন, সন্ধ্যা থেকে বাড়িটি ঘেরাও করে রাখা হয়। রাত দশটার দিকে অভিযান শুরু হয়। অভিযানে বোম ডিসপোজাল ইউনিট কয়েকটি বোমা নিষ্ক্রিয় করেছে ফলে বিকট শব্দ হয়।

অভিযানকালে দুটি বোমা নিষ্ক্রিয় করতে বিকট শব্দে বিস্ফোরণের শব্দ হয়

কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিটের (সিটিটিসি) ডিআইজি আসাদুজ্জামান বলেন, তিনটি বোমা বিস্ফোরণ ঘটিয়ে নিষ্ক্রিয় করা হয়েছে। অভিযান চালিয়ে একজনকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতার ব্যক্তি ওই বাড়িতেই থাকতেন এবং এই মসজিদের মুয়াজ্জিন ছিলেন।

তিনি বলেন, মামুন জঙ্গি গ্রুপের সঙ্গে জড়িত। তিনি জঙ্গিগোষ্ঠীর সামরিক গ্রুপের সদস্য। এদের এমন সামরিক সদস্যের সংখ্যা খুবই লিমিটেড হয়। তারা সাধারণত কোনো হামলা সংগঠিত করতে তার পরিকল্পনা করে থাকেন। মামুন জেএমবির নব্য সদস্য। তারা বিভিন্ন পয়েন্টে হামলার জন্য এখানে বোমা তৈরি করছিলেন। তার দেওয়া তথ্যের ভিত্তিতেই তাৎক্ষণিকভাবে অভিযান পরিচালনা করা হয়।

এ সম্পর্কিত আরও খবর