সৌদি উদ্যোক্তাদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর

ঢাকা, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2023-08-06 08:26:59

সৌদি আরব ও বাংলাদেশের স্বার্থে সৌদি উদ্যোক্তাদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিনিয়োগের ব্যাপারে বাংলাদেশ সরকার সব ধরণের সহযোগিতা প্রদান করবে বলেও সৌদি ব্যবসায়ীদের আশ্বস্ত করেন প্রধানমন্ত্রী।

বুধবার (১৭ অক্টোবর) সোদি বাদশাহর সৌদ রাজপ্রাসাদে সৌদি আরবের ব্যবসায়ীদের সংগঠন সৌদি চেম্বার ও রিয়াদ চেম্বার অব কমার্স-এর নেতৃবৃন্দের সঙ্গে বৈঠকে তিনি এ আহ্বান জানান।

সৌদি ব্যবসায়ীদের উদ্দেশ্যে শেখ হাসিনা বলেন, ‘পারস্পরিক স্বার্থেই আপনাদেরকে বাংলাদেশে ব্যবসা, প্রযুক্তি ও উদ্ভাবনী চিন্তা নিয়ে আসার আমন্ত্রণ জানাচ্ছি। যাতে উন্নয়ন অভিযাত্রায় একে অপরের হাতে হাত রেখে চলতে পারি।’

শেখ হাসিনা বলেন, ‘বাংলাদেশের বিভিন্ন উদীয়মান খাত যেমন পুঁজি বাজার, বিদ্যুৎ, জ্বালানি, টেলিকমিউনিকেশন ও তথ্য প্রযুক্তি, পেট্রোকেমিক্যাল, ওষুধ শিল্প, জাহাজ নির্মাণ ও কৃষি প্রক্রিয়াজাতকরণ খাতে বিনিয়োগের জন্য সৌদি উদ্যোক্তাদের আমন্ত্রণ জানাচ্ছি।’ 

তিনি বলেন, ‘আপনাদেরকে হাল্কা প্রকৌশল শিল্প, ব্লু ইকোনমি, গবেষণা ও উন্নয়ন ও প্রযুক্তি উদ্ভাবন, পানি ও সমুদ্র সম্পদ এবং অন্যান্য ভৌত অবকাঠামোগত প্রকল্পে ও সেবামূলক খাত যেমন ব্যাংকিং ও অর্থনীতি, লজিষ্টিক ও মানব সম্পদ খাতেও বিনিয়োগের আমন্ত্রণ জানাই।’

তিনি বলেন, ‘সৌদি আরবের বিনিয়োগকারীদের জন্য একটি বিশেষ অর্থনৈতিক অঞ্চলে দুই হাজার একর জমি বরাদ্দ করেছি, যেগুলো বিনিয়োগকারীদের নিজস্ব চাহিদা মোতাবেক তারা ব্যবহার করতে পারবেন।’

বৈঠকে প্রধানমন্ত্রীর সফরসঙ্গী, দুই দেশের ব্যবসায়ী নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সূত্র: বাসস।

এ সম্পর্কিত আরও খবর