১০ দিনে বরিশালে ৩৯০ জেলের কারাদণ্ড

বরিশাল, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2023-08-24 23:45:20

নিষেধাজ্ঞা অমান্য করে নদীতে মা ইলিশ শিকারের দায়ে গত ১০ দিনে বরিশাল বিভাগের ৬ জেলায় ৩৯০ জেলেকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়ে জেলহাজতে প্রেরণ করা হয়েছে। এছাড়াও জরিমানা আদায় করা হয়েছে ৫ লাখ ২৭ হাজার ৯০০ টাকা ।

বুধবার (১৭ অক্টোবর) বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন বিভাগীয় মৎস অফিসের সিনিয়র সহকারী পরিচালক আজিজুল হক।

তিনি জানান, জেলেদের জরিমানা ও আটকের পাশাপাশি ৩ হাজার ২০০ কেজি ইলিশ এবং ১৩. ১১ লক্ষ মিটার অবৈধ জাল জব্দ করা হয়েছে।

এছাড়াও গত ৭ অক্টোবর থেকে মঙ্গলবার দিবাগত রাত পর্যন্ত বরিশাল বিভাগের ৬ জেলায় মৎস অধিদপ্তরের নেতৃত্বে মোট ৮০২ টি অভিযান ও ৪৩১ টি মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে।  যার অনুকূলে ৩৪৪ টি মামলা দায়ের করা হয়েছে।

উল্লেখ্য, গত ৭ অক্টোবর থেকে ২২ দিনের জন্য প্রধান প্রজনন মৌসুমে ইলিশ সংরক্ষণের লক্ষ্যে সমুদ্র ও নদীতে  ইলিশ ধরায় নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।

এ সম্পর্কিত আরও খবর