এ পর্যন্ত করোনায় মৃত্যু পুরুষ ১১৭৮২, মহিলা ৫০৬০

, জাতীয়

নিউজ ডেস্ক, বার্তা ২৪ | 2023-08-24 18:10:40

মহামারি করোনাভাইরাস (কভিড-১৯) সংক্রমণ হয়ে এ পর্যন্ত ১৬ হাজার ৮৪২ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে পুরুষের সংখ্যা ১১ হাজার ৭৮২ জন ও মহিলার সংখ্যা ৫ হাজার ৬০ জন। যা শতকরা হারে যথাক্রমে ৬৯.৯৬ শতাংশ ও ৩০.০৪ শতাংশ।

আজ মঙ্গলবার (১৩ জুলাই) স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, এ পর্যন্ত ৭০ লাখ ৫৬ হাজার ৯৮৯টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ৫১ লাখ ৬৯ হাজার ৫৯৭টি ও বেসরকারি ব্যবস্থাপনায় ১৮ লাখ ৮৭ হাজার ৩৯২টি।

বিভাগওয়ারী এ পর্যন্ত মৃতের সংখ্যা ঢাকা বিভাগে ৮ হাজার ২৪০ জন, চট্টগ্রামে ৩ হাজার ৬৭ জন, রাজশাহীতে ১ হাজার ২৯৭ জন, খুলনায় ১ হাজার ৯৬২ জন, বরিশালে ৪৯৬ জন, সিলেটে ৫৯৫ জন, রংপুরে ৭৮৫ জন এবং ময়মনসিংহে ৪০০ জন।

এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ৬২৭টি পরীক্ষাগারে ৪১ হাজার ৭৫৫টি নুমনা পরীক্ষায় নতুন করে করোনা শনাক্ত হয়েছেন ১২ হাজার ১৯৮ জন। এ নিয়ে মোট শনাক্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ১০ লাখ ৪৭ হাজার ১৫৫ জন।

একই সময়ে করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন ২০৩ জন। এর মধ্যে পুরুষ ১৩২ জন এবং মহিলা ৭১ জন। এ পর্যন্ত করোনায় মৃত্যু বরণ করেছেন ১৬ হাজার ৮৪২ জন। ‌

এ সম্পর্কিত আরও খবর