কোথায় কত জন মারা গেলেন

, জাতীয়

নিউজ ডেস্ক, বার্তা ২৪ | 2023-08-24 03:16:00

করোনাভাইরাস (কভিড-১৯) সংক্রমিত হয়ে দেশে মোট ১৭ হাজার ৫২ জন মারা গেছেন। এরমধ্যে পুরুষের সংখ্যা ১১ হাজার ৯১৩ জন এবং মহিলার সংখ্যা ৫ হাজার ১৩৯ জন। এছাড়া গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন ২১০ জন। এরমধ্যে পুরুষ ১৩১ জন এবং মহিলা ৭৯ জন।

আজ বুধবার (১৪ জুলাই) স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। 

একনজরে কোথায় কত জন মারা গেলেন:

ঢাকা: গত ২৪ ঘণ্টায় এ বিভাগে করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন ৬৯ জন। এনিয়ে এ বিভাগে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৮ হাজার ৩০৯ জন। যা অদ্যবধি শতকরা হারে ৪৮.৭৩ শতাংশ। এরমধ্যে সবচেয়ে বেশি মারা গেছে ঢাকা (মহানগরসহ) জেলায়। গত ২৪ ঘণ্টায় মারা গেছে ৩১ জন এবং অদ্যবধি ৫ হাজার ৮২৫ জন।

চট্টগ্রাম: গত ২৪ ঘণ্টায় এ বিভাগে করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন ৩৯ জন। এনিয়ে এ বিভাগে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৩ হাজার ১০৬ জন। যা অদ্যবধি শতকরা হারে ১৮.২১ শতাংশ। এরমধ্যে সবচেয়ে বেশি মারা গেছে চট্টগ্রাম জেলায়। গত ২৪ ঘণ্টায় মারা গেছে ১১ জন এবং অদ্যবধি ৯১৯ জন।

রাজশাহী: গত ২৪ ঘণ্টায় এ বিভাগে করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন ১৫ জন। এনিয়ে এ বিভাগে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ১ হাজার ৩১২ জন। যা অদ্যবধি শতকরা হারে ৭.৬৯ শতাংশ। এরমধ্যে সবচেয়ে বেশি মারা গেছে রাজশাহী জেলায়। গত ২৪ ঘণ্টায় মারা গেছে ৩ জন এবং অদ্যবধি ২৩৬ জন।

খুলনা: গত ২৪ ঘণ্টায় এ বিভাগে করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন ৪৬ জন। এনিয়ে এ বিভাগে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ২ হাজার ৮ জন। যা অদ্যবধি শতকরা হারে ১১.৭৮ শতাংশ। এরমধ্যে সবচেয়ে বেশি মারা গেছে কুষ্টিয়া জেলায়। গত ২৪ ঘণ্টায় মারা গেছে ১২ জন এবং অদ্যবধি ৪২৪ জন।

বরিশাল: গত ২৪ ঘণ্টায় এ বিভাগে করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন ১০ জন। এনিয়ে এ বিভাগে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৫০৬ জন। যা অদ্যবধি শতকরা হারে ২.৯৭ শতাংশ। এরমধ্যে সবচেয়ে বেশি মারা গেছে বরিশাল জেলায়। গত ২৪ ঘণ্টায় মারা গেছে ৩ জন এবং অদ্যবধি ১৮২ জন।

সিলেট: গত ২৪ ঘণ্টায় এ বিভাগে করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন ৯ জন। এনিয়ে এ বিভাগে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৬০৪ জন। যা অদ্যবধি শতকরা হারে ৩.৫৪ শতাংশ। এরমধ্যে সবচেয়ে বেশি মারা গেছে সিলেট জেলায়। গত ২৪ ঘণ্টায় মারা গেছে ৭ জন এবং অদ্যবধি ৪০০ জন।

রংপুর: গত ২৪ ঘণ্টায় এ বিভাগে করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন ১৪ জন। এনিয়ে এ বিভাগে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৭৯৯ জন। যা অদ্যবধি শতকরা হারে ৪.৬৯ শতাংশ। এরমধ্যে সবচেয়ে বেশি মারা গেছে দিনাজপুর জেলায়। গত ২৪ ঘণ্টায় মারা গেছে ৪ জন এবং অদ্যবধি ২৭৫ জন।

ময়মনসিংহ: গত ২৪ ঘণ্টায় এ বিভাগে করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন ৮ জন। এনিয়ে এ বিভাগে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৪০৮ জন। যা অদ্যবধি শতকরা হারে ২.৩৯ শতাংশ। এরমধ্যে সবচেয়ে বেশি মারা গেছে ময়মনসিংহ জেলায়। গত ২৪ ঘণ্টায় মারা গেছে ৪ জন এবং অদ্যবধি ১৮৭ জন।

এ সম্পর্কিত আরও খবর