খুলনায় দুর্গোৎসবে নির্বাচনী আমেজ

খুলনা, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2023-08-23 17:33:54

সৌহার্দ্য-সম্প্রীতির লীলাভূমি বাংলাদেশে হিন্দু ধর্মাবলম্বীদের এবারের দুর্গাপূজায় যোগ হয়েছে আনন্দের নতুন মাত্রা। আসন্ন একাদশ জাতীয় নির্বাচনকে সামনে রেখে পূজামণ্ডপে পদচারণা বেড়েছে জনপ্রতিনিধি ও রাজনীতিকদের। এমন দৃশ্যপটে পিছিয়ে নেই খুলনাও। এখানেও কদর বেড়েছে সনাতন ধর্মাবলম্বীদের।

দেশের অন্যান্য স্থানের মতোই খুলনার ছয়টি সংসদীয় আসনে বইছে নির্বাচনী হাওয়া। আসন্ন নির্বাচনকে সামনে রেখে এবারের দুর্গোৎসবেও মণ্ডপে মণ্ডপে নির্বাচনী আমেজ বিরাজ করছে। প্রতিটি মণ্ডপেই আ’লীগ-বিএনপিসহ অন্যান্য দলের মনোনয়নপ্রত্যাশী নেতারা শুভেচ্ছা বিনিময় করছেন। অনেকেই আবার অনুদান নিয়ে হাজির হচ্ছেন সমর্থন পাওয়ার আশায়।

খুলনায় সাড়ম্বরে পালিত হচ্ছে হিন্দু ধর্মাবলম্বীদের সব থেকে বড় উৎসব শারদীয় দুর্গাপূজা। মহানগরীতে এবার ১২৩টি ও জেলায় ৮৫০টি মণ্ডপে দুর্গোৎসব অনুষ্ঠিত হচ্ছে।

বিভিন্ন সূত্র থেকে জানা যায়, নির্বাচনকে সামনে রেখে খুলনার ৬টি সংসদীয় আসনে এবার আ’লীগের প্রায় ২৫ জন, বিএনপি’র ১৫ জন প্রার্থী মনোনয়ন দৌড়ে এগিয়ে থাকার চেষ্টা চালাচ্ছেন। এছাড়াও জাতীয় পার্টি, ইসলামী আন্দোলন, জামায়াত, খেলাফত মজলিসসহ কয়েকটি দলের প্রতিনিধিও নির্বাচনে প্রার্থী হওয়ার চেষ্টা চালাচ্ছেন।

খুলনার ৬টি আসনেই হিন্দু ধর্মাবলম্বীদের বড় একটি অংশ বসবাস করে। তাদের সমর্থন পাবার উদ্দেশ্যে এসব এলাকায় বেলা গড়িয়ে বিকাল নামার পর থেকেই মনোনয়ন প্রত্যাশীরা নেতা-কর্মীদের সাথে নিয়ে মণ্ডপের উদ্দেশ্যে ছুটে যাচ্ছেন। আপদ-বিপদে পাশে থাকার আশ্বাস দিচ্ছেন। যে সকল প্রাথীরা মণ্ডপে যেতে পারছেন না, তারা প্রতিনিধি পাঠিয়েও খোঁজ-খবর নিচ্ছেন।

মনোনয়নপ্রত্যাশীদের মধ্যে শক্ত অবস্থানে থাকা খুলনা-৫ আসনের বর্তমান সাংসদ মৎস্য ও প্রাণীসম্পদ মন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দ, ২ আসনের বর্তমান সাংসদ মুহাম্মদ মিজানুর রহমান, সাবেক সাংসদ নজরুল ইসলাম মঞ্জু, ৪ আসনের বর্তমান সাংসদ আব্দুস সালাম মুর্শেদী, ৩ আসনের বর্তমান সাংসদ বেগম মন্নুজান সুফিয়ানসহ অন্যরা নিজেদের সক্ষমতা জানান দিতে সংসদীয় এলাকার মণ্ডপে মণ্ডপে ঘুরছেন।

হতে পারে এ কারণে নির্বাচনের আগাম আমেজ বিরাজ করছে এবারের দুর্গোৎসবে।

বিএনপি’র কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম মঞ্জু বার্তা২৪.কমকে বলেন, ‘বিএনপি সম্প্রীতির রাজনীতিতে বিশ্বাসী, বাংলাদেশের হিন্দু ধর্মাবলম্বীদের সাথে বিএনপি’র নিবিড় সম্পর্ক। সে কারণে শুধু খুলনাতেই নয়, সারাদেশেই বিএনপি নেতাকর্মীরা হিন্দুদের পাশে আছেন।’

খুলনা ১৪ দলের সমন্বয়ক সাংসদ মুহাম্মদ মিজানুর রহমান বলেন, ‘বাংলাদেশের সংখ্যালঘুরা আ’লীগ সরকারের কাছে নিরাপদ। হিন্দু-মুসলিম পরস্পর সম্প্রীতির ভাই। ধর্ম যার যার উৎসব সবার।’

এ সম্পর্কিত আরও খবর