বিশ্বের দেশে দেশে করোনাভাইরাস আবার ফুঁসে উঠছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা এবং বিভিন্ন গবেষণা প্রতিষ্ঠানের মতে, করোনার তৃতীয় ঢেউ অনিবার্য ও আসন্ন। সামনের দিনগুলোতেই আছড়ে পড়বে বৈশ্বিক মহামারির তাণ্ডব। এমন পরিস্থিতিতে স্বাস্থ্যবিধি না মানায় উদ্বিগ বিশেষজ্ঞরা।
বিশ্ব স্বাস্থ্য সংস্থা-এর প্রধান টেড্রস অ্যাডানম গ্যাব্রিয়েসাস বলেছেন, বর্তমানে বিশ্বের একাধিক দেশ 'কোভিড থার্ড ওয়েভ'-এর প্রাথমিক পর্যায়ে রয়েছে। বৃহস্পতিবার (১৫ জুলাই) তিনি আরও জানান, বিশ্বজুড়ে ছড়াচ্ছে ডেল্টা ভ্যারিয়্যান্ট। ফলে সংক্রমণের পাশাপাশি বাড়ছে কোভিড মৃত্যুও। করোনাভাইরাসের ক্রমাগত মিউটেশন হচ্ছে। ফলে প্রতিনিয়ত আরও সংক্রামক ভ্যারিয়্যান্ট তৈরি হচ্ছে।
একই সময় ভারতের শীর্ষ স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান দিল্লির 'অল ইন্ডিয়া ইন্সটিটিউট ফর মেডিকেল সায়েন্স' এক প্রেস বিবৃতিতে জানিয়েছে, 'অতিমারির ইতিহাস ঘেঁটে বলা যায়, তৃতীয় ঢেউ অনিবার্য এবং আসন্ন। তবে উদ্বেগের কথা হল যে, মানুষ স্বাস্থ্যবিধি না মেনেই জমায়েত করছেন। পর্যটকদের আনন্দ, তীর্যযাত্রীদের ভ্রমণ সবেরই প্রয়োজন রয়েছে। কিন্তু, কয়েক মাসের জন্য সতর্ক হয়ে অপেক্ষা করা যেতে পারে। ভ্যাকসিন না নিয়েই কোভিড বিধি ভেঙে এভাবে জমায়েত করলে কোভিডের তৃতীয় ঢেউয়ের সুপার স্প্রেডার হওয়ার সম্ভাবনা বেশি থাকবে'।
অন্যদিকে, ভারতে ইতিমধ্যেই হয়তো করোনার তৃতীয় ঢেউ আছড়ে পড়েছে, এমনই চাঞ্চল্যকর দাবি করেছিলেন এক বর্ষীয়ান পদার্থবিদ। দক্ষিণ ভারতের হায়দারাবাদ বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন সহ-উপাচার্য ড. বিপিন শ্রীবাস্তব বলেছিলেন, ভারতে ৪ জুলাই থেকেই হয়তো শুরু হয়ে গিয়েছে করোনার 'থার্ড ওয়েভ'। বিগত ৪৬৩ দিনে ভারতে কোভিড সংক্রমণের একটি গ্রাফ তৈরি করেছেন এই বিশেষজ্ঞ। তিনি বলেন, 'ফেব্রুয়ারির প্রথম সপ্তাহ থেকে দেশে দৈনিক মৃত্যুর পরিসংখ্যান নেমেছিল ১০০ বা তারও নীচে। এরপরেই অনেকে মনে করেছিলেন করোনার প্রকোপ শেষ। কিন্তু তারপরেই আছড়ে পড়েছে করোনার তৃতীয় ঢেউ।'
এদিকে, বাংলাদেশেও করোনার গ্রাফ ঊর্ধমুখী। মৃত্যু ২০০ প্লাস আর আক্রান্ত ১০ হাজার প্লাসের পরিসংখ্যানের মাধ্যমে করোনা রেকর্ড ভাঙা-গড়ার তাণ্ডব চালাচ্ছে। গত কয়দিনের প্রকোপ অতীতের চেয়ে বহুলাংশে বেশি ও প্রলয়ঙ্করী। বিশ্বের প্রায়-সকল দেশই আবারও করোনা বৃদ্ধির আশঙ্কায় সতর্ক। করোনার তৃতীয় ঢেউয়ের ভয়ে দিন গুনছেন সকলে। করোনার তৃতীয় ঢেউ যে অনিবার্য, তা আগেই সতর্ক করে দিয়েছেন বিশেষজ্ঞরা। কিন্তু, কোন দেশে তৃতীয় ঢেউ ঠিক কবে নাগাদ আছড়ে পড়বে, এ নিয়ে বিশেষজ্ঞদের মধ্যে ভিন্নমত রয়েছে। তবে, বিশ্বের অনেক দেশে তৃতীয় ঢেউয়ের যে আঁচ পড়ছে, সে ব্যাপারে সতর্ক করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিক্যাল রিসার্চের অতিমারি বিশেষজ্ঞ ডা. সমীরণ পান্ডা দাবি করেছেন, আগস্টের শেষেই ভারতে আছড়ে পড়বে তৃতীয় ঢেউ।
প্রসঙ্গত, বাংলাদেশে করোনার ঢেউ-এর গতি-প্রকৃতি নিয়ে দেশের ভেতর বা বাইরে থেকে বিশেষজ্ঞ পর্যায়ে সুনির্দিষ্ট কোনও মতামত সামনে আসে নি। তবে, দেশে করোনায় ক্রমবর্ধিষ্ণু মৃত্যু ও আক্রান্তের পরিসংখ্যান আর বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার সতর্কতামূলক পূর্বাভাষে 'কঠিন পরিস্থিতি' সম্পর্কে আঁচ করা যায়।