হাতির পিঠে বর, ঘোড়ায় ছুটলেন বর যাত্রী

, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, গাইবান্ধা | 2023-08-31 13:23:25

হাতির পিঠে চড়ে বিয়ে করতে গেলেন তৌফিক মিয়া (২৫) নামে এক বর। একই সঙ্গে ঘোড়ায় ছুটছিলেন বরযাত্রীরা। এমনি এক ব্যতিক্রমধর্মী চিত্রের দেখা মিলেছে গাইবান্ধার ধাপেরহাট মহাসড়কে।

শুক্রবার (১৬ জুলাই) এ দৃশ্য দেখা যায়।

জানা যায়, রংপুরের পীরগঞ্জ উপজেলার আজমপুর গ্রামের আশরাফুল ইসলামের মেয়ে পিংকি আক্তারের (২০) জন্মলগ্নে তার মা মানত করছিলেন আল্লাহ মেয়েকে বাঁচিয়ে রাখলে বর আনবে হাতির পিঠে করে। তাই সেই মানত পালন করতেই আজ (শুক্রবার) কনের মা বর আনতে হাতি পাঠিয়েছেন উপজেলার খেজমতপুর গ্রামে। এই গ্রামের বকুল মিয়ার ছেলে তৌফিক মিয়ার (২৫) সঙ্গে পিংকি আক্তারের বিয়ে।

বিয়েতে হাতি ও ঘোড়া বাহন হিসেবে ব্যবহার করায় এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। হাতির পিঠে বর, ঘোড়া পিঠে বরযাত্রী দেখে উৎসুক মানুষের ভিড় জমেছিল সড়কে।

কনের বাবা আশরাফুল ইসলাম জানান, স্ত্রীর মানত পূরণে বরকে আনতে হাতি ভাড়া করা হয়। আর বরের ভগ্নিপতিদের জন্য ঘোড়া। এ বিয়ে আজ রাতেই সম্পন্ন করা হবে।

ধাপেরহাট এলাকার কলিম উদ্দিন (৭৫) নামে এক প্রবীণ ব্যক্তি বলেন, আগের দিনে রাজা-বাদশারা হাতির পিঠে চড়ে বিয়ে করতে যেতেন। এই এলাকায় হাতির পিঠে চড়ে বর যাওয়ার দৃশ্য এই প্রথম চোখে পড়লো।

এ সম্পর্কিত আরও খবর