বগুড়ায় গত ২৪ ঘণ্টায় করোনা ও উপসর্গে আরও ১৯ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে আক্রান্ত হয়েছেন ১৯৫ জন এবং সুস্থ হয়েছেন ১২৬ জন। আক্রান্তের হার ৩১.৭০ শতাংশ।
রোববার (১৮ জুলাই) বগুড়ার ডেপুটি সিভিল সার্জন ডা. মোস্তাফিজুর রহমান তুহিন এ তথ্য জানিয়েছেন।
তিনি জানান, মারা যাওয়া ব্যক্তিদের মধ্যে করোনায় আক্রান্ত হয়ে ৭ জন এবং করোনা উপসর্গে মারা গেছেন ১২ জন। করোনায় মারা যাওয়া ৭ জনই বগুড়া জেলার বাসিন্দা। করোনা উপসর্গ নিয়ে যে ১২ জন মারা গেছেন তারা সকলেই হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ছিলেন।
এদিকে গত ২৪ ঘণ্টায় বগুড়ায় ৬১৫ জনের নমুনা পরীক্ষা করে নতুন করে ১৯৫ জন করোনা আক্রান্ত রোগী পাওয়া গিয়েছে। এনিয়ে মোট আক্রান্তের সংখ্যা ১৭ হাজার ৭৭ জন। এরমধ্যে সুস্থ হয়েছেন ১৪ হাজার ৪৩৯ জন। করোনায় মারা গেছেন ৫০৬ জন । বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন ২ হাজার ১৩১ জন।