বরিশাল বিভাগের ৬ জেলায় গত ২৪ ঘণ্টায় নতুন করে ৬০০ জন করোনায় আক্রান্ত হয়েছেন। এ সময়ে করোনায় ও উপসর্গে ১৩ জনের মৃত্যু হয়েছে।
রোববার (১৮ জুলাই) দুপুরে আক্রান্ত ও মৃত্যুর বিষয়টি বার্তা২৪.কম কে নিশ্চিত করেছেন বরিশাল বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা.বাসুদেব কুমার দাস।
তিনি জানান, বরিশাল জেলায় নতুন সর্বোচ্চ ১৯৭ জন নিয়ে মোট ১০ হাজার ৯৮৫ জন, পটুয়াখালী জেলায় নতুন ৬৯ জন নিয়ে মোট ৩ হাজার ২০৬ জন, ভোলা জেলায় নতুন ৬১ জনসহ মোট ২ হাজার ৫৮৬ জন, পিরোজপুর জেলায় নতুন ৯৬ জনসহ মোট ৩ হাজার ৫৬৪ জন, বরগুনা জেলায় নতুন ৭০ জন নিয়ে মোট আক্রান্ত ২ হাজার ২২৬ জন এবং ঝালকাঠি জেলায় নতুন ১০৭ জন শনাক্ত নিয়ে মোট সংখ্যা দাঁড়িয়েছে ৩ হাজার ৩২০ জন।
বিভাগে মোট আক্রান্ত হয়েছেন ২৫ হাজার ৮৮৭ জন। এখন পর্যন্ত সুস্থ হয়েছেন ১৬ হাজার ৮৭৯ জন। মারা গেছেন ৩৮৪ জন।