গাইবান্ধায় একদিনে শনাক্ত ১৬৩, মৃত্যু ১

, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, গাইবান্ধা | 2023-08-31 17:22:15

গাইবান্ধায় গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ১৬৩ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। এ সময় গাইবান্ধার আদর্শপাড়ার বাসিন্দা আব্দুল জলিল মিয়া (৪৫) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।

শনিবার (১৭ জুলাই) রাত সাড়ে ১১ টার দিকে গাইবান্ধা সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার (সিএস) ডা. মো. হাফিজুর রহমান এ তথ্য নিশ্চিত করে।

নতুন ১৬৩ আক্রান্তদের মধ্যে সদরে ৬৬, সাদুল্লাপুরে ২০, পলাশবাড়ীতে ২৩, গোবিন্দগঞ্জে ১৬, ফুলছড়িতে ২, সাঘাটায় ১১ ও সুন্দরগঞ্জ উপজেলায় ২৫ জন
রয়েছেন। এ নিয়ে জেলায় আক্রান্তের সংখ্যা দাঁড়াল ৩ হাজার ১২৩ জনে। এর মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন এক হাজার ৯৬৩ জন এবং মৃত্যুবরণ করেছে ৩০ জন। বর্তমানে এক হাজার ১৩০ জন রোগী চিকিৎসাধীন রয়েছে।

গাইবান্ধা জেলা প্রশাসক আবদুল মতিন বলেন, করোনা ভাইরাসের বিস্তার রোধে বিভিন্ন কাজ করা হচ্ছে যা অব্যাহত থাকবে।

এ সম্পর্কিত আরও খবর