ঢাকার পশুর হাটে করোনাভাইরাসে আক্রান্ত বলে শনাক্ত হওয়ার খবর মিলেছে। পশুর হাটে দুই দিনে মোট করোনা শনাক্ত হয়েছে ৬ জন। রোববার (১৮ জুলাই) চারজন আর গতকাল শনিবার (১৭ জুলাই) ২ জন করোনা শনাক্ত হয়েছেন।
রোববার বিকেল ৫ টা পর্যন্ত ৩৬ জনের টেস্ট করা হয়েছে। গতকাল টেস্ট করা হয় ৫৬ জনের। দুই দিনে মোট নমুনা টেস্ট করা হয় ৯২ জনের।
জানা গেছে, উত্তরখানে কোরবানির পশুর হাটে দুই তরুণ, তুরাগ হাটে এক তরুণ এবং আফতাব নগর পশুর হাটে এক ব্যক্তি করোনা আক্রান্ত হয়েছেন। উত্তরখানে আক্রান্ত দুই তরুণের একজনের বয়স ২২ বছর এবং আরেকজনের বয়স ২৩ বছর। মিরপুর পল্লবী ও দক্ষিণখান কাওলা হাটেও করোনা আক্রান্তের খবর পাওয়া গেছে।
উত্তরখান হাটের দুই তরুণের আক্রান্তের খবর নিশ্চিত করেছেন ‘ডিজিএইচএসের সহায়তায় ডিএনসিসি’র পরিচালয় কোরবানির পশুর হাটে অ্যান্টিজেন পদ্ধতিতে করোনার নমুনা পরীক্ষা’ কর্মসূচির দায়িত্বে থাকা ব্র্যাকের মেডিকেল টেকনোলজিস্ট রাব্বি।
অপরদিকে আফতাব নগরের পশুর হাটে একজন আক্রান্তের খবর নিশ্চিত করেছেন এই প্রোগ্রামের সমন্বয়ক ডা. মিনারা জামান।
উত্তরখান হাটের করোনা টেস্ট বুথের দায়িত্বে থাকা রাব্বি বার্তা২৪.কম-কে বলেন, গতকাল এই হাটে (রাজধানীর উত্তরখান মৈনার টেক হাটে) তিন জনের নমুনা টেস্ট করে দুই জনের করোনা পজিটিভ পাওয়া গেছে।
ডা. মিনারা জামান বার্তা২৪.কম-কে বলেন, এখন পর্যন্ত রাজধানীর পশুর হাটে মোট ৬ জন আক্রান্তের খবর পাওয়া গেছে। বাকি তথ্য আরো পরে জানানো হবে।
ব্র্যাকের এসব বুথ থেকে পাওয়া তথ্য অনুযায়ী উত্তরখানের দুই তরুণের করোনা শনাক্ত হয়েছে গতকাল শনিবার। আফতাব নগর ও তুরাগ হাটে শনাক্ত হয়েছে আজ রোববার।
তবে এ বিষয়ে উত্তরখান হাটের পরিচালনা কমিটির প্রধান নাজমুল আলম ভূঁইয়ার সাথে যোগাযোগ করা হলে তিনি বার্তা২৪ কম-কে বলেন, আমরা এসব বিষয়ে কিছু জানি না। আপনাকে যিনি এই তথ্য দিয়েছেন তার সাথে আবার যোগাযোগ করুন। উনি ভূল তথ্য দিয়েছেন।
এদিকে গাবতলী পশুর হাটে ব্র্যাকের করোনা টেস্ট বুথের দায়িত্বে থাকা স্বেচ্ছাসেবী রফিকুল ইসলাম বলেন, গাবতলীর গরুর হাটে মানুষ স্বাস্থ্যবিধি মানছেন না। শনিবার থেকে আজ বিকেল পর্যন্ত এই হাটে মোট তিন জনের করোনা টেস্ট করা হয়েছে এবং তারা নেগেটিভ এসেছে। এ হাটে মানুষের মধ্যে করোনার ভয় নেই।
রাজধানীর পশুর হাটগুলো ঘুরে দেখা গেছে, হাটে কোরবানির পশু কিনতে আসা বেশিরভাগ ক্রেতার মুখের মাস্ক থাকলেও সেগুলো থুতনিতে নামানো। বিক্রেতা, ব্যাপারী ও খামারিদের অধিকাংশের মুখে কোনো মাস্ক নেই। গাদাগাদি করে ক্রেতারা কোরবানির পশু দেখছেন।
উল্লেখ্য, করোনাভাইরাস পরীক্ষার ঢাকা উত্তর সিটি করপোরেশনের নয়টি কোরবানরি পশুর হাটে অ্যান্টিজেন টেস্ট কার্যক্রম পরিচালনা করছে ব্র্যাক। দ্রুত ফলাফল প্রদানে স্বাস্থ্য অধদিপ্তর এবং ডিএনসিসির সহায়তায় সেখানে ব্র্যাকের কর্মীরা এই সেবা প্রদান করছেন। ব্র্যাক এবং স্বাস্থ্য অধিদপ্তরকে এই কার্যক্রমে সহায়তা করছে যুক্তরাজ্যের ফরেন, কমনওয়েলথ অ্যান্ড ডেভেলপন্টে অফিস (এফসিডিও)।