দেশে করোনাভাইরাস শনাক্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১১ লাখ ৩ হাজার ৯৮৯ জন। এরমধ্যে ঢাকা বিভাগের বাসিন্দা ৬ লাখ ৮৫ হাজার ১৪৭ জন। আর ঢাকা মহানগরের ৫ লাখ ৮০ হাজার ১০৯ জন।
গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনা শনাক্ত হয়েছেন ১১ হাজার ৫৭৮ জন। এরমধ্যে ঢাকা বিভাগের ৪ হাজার ৮৫৮ জন। আর ঢাকা মহানগরেরই ৩ হাজার ৩৫৪ জন।
এছাড়া গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন ২২৫ জন। এনিয়ে করোনায় মোট মারা গেলেন ১৭ হাজার ৮৯৪ জন।
আজ রবিবার (১৮ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ৬৩৮টি পরীক্ষাগারে ৩৯ হাজার ৮০৬টি নমুনা পরীক্ষা করা হয়। এ পর্যন্ত ৭২ লাখ ৫৫ হাজার ৩৮৭টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এরমধ্যে সরকারি ব্যবস্থাপনায় ৫৩ লাখ ২৩ হাজার ৯০৮টি ও বেসরকারি ব্যবস্থাপনায় ১৯ লাখ ৩১ হাজার ৪৭৯টি।
এতে বলা হয়, এ পর্যন্ত ঢাকা বিভাগে মোট শনাক্ত হয়েছেন ৬ লাখ ৮৫ হাজার ১৪৭ জন, ময়মনসিংহে ২০ হাজার ৬২০ জন, চট্টগ্রামে ১ লাখ ৪৭ হাজার ৬৩৬ জন, রাজশাহীতে ৭৩ হাজার ৯০৪ জন, রংপুরে ৩৬ হাজার ৯৫২ জন, খুলনায় ৮১ হাজার ২৫৩ জন, বরিশালে ২৫ হাজার ৯২৮ জন এবং সিলেটে ৩২ হাজার ৫৪৯ জন।
বিভাগওয়ারি মোট মৃতের সংখ্যায় ঢাকা বিভাগে ৮ হাজার ৫৯৩ জন, চট্টগ্রামে ৩ হাজার ২৫৬ জন, রাজশাহীতে ১ হাজার ৩৯০ জন, খুলনায় ২ হাজার ২০২ জন, বরিশালে ৫৩৪ জন, সিলেটে ৬৩৪ জন, রংপুরে ৮৪২ জন এবং ময়মনসিংহে ৪৪৩ জন।