বগুড়ায় গত ২৪ ঘণ্টায় করোনা ও উপসর্গে ১৭ জনের মৃত্যু হয়েছে। এরমধ্যে করোনায় ৭ জন এবং করোনা উপসর্গে ১০ জন মারা গেছেন। একই সময়ে নতুন করে আক্রান্ত হয়েছেন ১৬৯ জন।
সোমবার (১৯ জুলাই) বগুড়ার ডেপুটি সিভিল সার্জন ডা. মোস্তাফিজুর রহমান তুহিন এ তথ্য জানিয়েছেন।
তিনি জানান, করোনায় মারা যাওয়া ৭ জনই বগুড়া জেলার বাসিন্দা। উপসর্গে যারা মারা গেছেন তারা বগুড়া মোহাম্মদ আলী হাসপাতালে ও বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।
গত ২৪ ঘণ্টায় বগুড়ায় ৪৯৪ জনের নমুনা পরীক্ষা করে ১৬৯ জন করোনা রোগী শনাক্ত হয়েছে। সুস্থ হয়েছেন ১৭০ জন।
এখন পর্যন্ত বগুড়ায় করোনায় আক্রান্ত রোগীর সংখ্যা ১৭ হাজার ২৪৬ জন। এরমধ্যে সুস্থ হয়েছেন ১৪ হাজার ৬০৯ জন। করোনায় মোট মারা গেছেন ৫১৪ জন। বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন ২ হাজার ১২৩ জন।