মানিকগঞ্জে গত ২৪ ঘণ্টায় ২০১ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় করোনা আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৩ হাজার ৭০৩ জন। এদের মধ্যে ২ হাজার ৫৭৪ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।
সোমবার (১৯ জুলাই) দুপরের দিকে সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার ডা. রফিকুন্নাহার বন্যা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, ৫৬৭ টি নমুনার বিপরীতে ২০১ জন করোনায় আক্রান্ত হয়েছেন। আক্রান্তের হার ৩৫ দশমিক ৪৪ ভাগ। এদের মধ্যে মানিকগঞ্জ সদর উপজেলায় ৬১ জন, সাটুরিয়া উপজেলায় ২৮ জন, দৌলতপুর উপজেলায় ১৩ জন, ঘিওর উপজেলায় ১৫ জন, শিবালয় উপজেলায় ৩২ জন, হরিরামপুর উপজেলায় ৭ জন, সিংগাইর উপজেলায় ৪৫ জন রোগী রয়েছেন।
২৫০ শয্যা বিশিষ্ট জেলা হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. কাজী একেএম রাসেল জানান, জেলা হাসপাতালের ১০০ শয্যার করোনা ইউনিটে করোনা পজিটিভ রোগী ৭২ জন ও আইসোলেশন ওয়ার্ডে ৮১ জন রোগী ভর্তি রয়েছেন। গত ২৪ ঘণ্টায় আইসোলেশন ওয়ার্ডে একজন রোগী মৃত্যুবরণ করেছেন বলেও জানান তিনি।