করোনাভাইরাস সংক্রমিত হয়ে দেশে গত ২৪ ঘণ্টায় সর্বোচ্চ ২৩১ জন মারা গেছেন। এরমধ্যে পুরুষের সংখ্যা ১৩৬ জন এবং মহিলার সংখ্যা ৯৫ জন। এ পর্যন্ত মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ১৮ হাজার ১২৫ জন।
আজ সোমবার (১৯ জুলাই) স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ঢাকা বিভাগে মারা গেছেন ৭৩ জন, চট্টগ্রামে ৪৩ জন, রাজশাহীতে ১৬ জন, খুলনায় ৫৭ জন, বরিশালে ৬ জন, সিলেটে ৮ জন, রংপুরে ১৭ জন এবং ময়মনসিংহে ১১ জন।
এদের মধ্যে সরকারি হাসপাতালে মারা গেছেন ১৬৭ জন, বেসরকারি হাসপাতালে ৪৬ জন এবং বাসায় ১৮ জন।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ৬৩৮টি পরীক্ষাগারে ৪৫ হাজার ১২টি নমুনা পরীক্ষা করা হয়। এরমধ্যে নতুন করে করোনা শনাক্ত হয়েছে ১৩ হাজার ৩২১ জন। এনিয়ে শনাক্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ১১ লাখ ১৭ হাজার ৩১০ জন।