মৃত্যুতে শীর্ষে ঢাকা

, জাতীয়

নিউজ ডেস্ক, বার্তা ২৪ | 2023-08-24 02:13:29

করোনাভাইরাস সংক্রমিত হয়ে দেশে গত ২৪ ঘণ্টায় সর্বোচ্চ ২৩১ জন মারা গেছেন। এরমধ্যে ঢাকা বিভাগেরই ৭৩ জন। আর ঢাকা মহানগরের বাসিন্দাই আছেন ৪৬ জন।

এ পর্যন্ত করোনা সংক্রমিত হয়ে মারা গেছেন ১৮ হাজার ১২৫ জন। এরমধ্যে ঢাকা বিভাগেরই ৮ হাজার ৬৬৬ জন। আর ঢাকা মহানগরের বাসিন্দাই আছেন ৬ হাজার ৮ জন।

আজ সোমবার (১৯ জুলাই) স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ঢাকা জেলায় (মহানগরসহ) মারা গেছেন ৪৬ জন, ফরিদপুরে ২ জন, গাজীপুরে ৫ জন, কিশোরগঞ্জে ৫ জন, মাদারীপুরে ১ জন, মানিকগঞ্জে ১ জন, মুন্সিগঞ্জে ১ জন, নারায়ণগঞ্জে ৪ জন, নরসিংদীতে ৩ জন, রাজবাড়িতে ৪ জন এবং টাঙ্গাইলে ১ জন। পোগালগঞ্জ ও শরীয়তপুরে কেউ মারা যাননি।

এছাড়া গত ২৪ ঘণ্টায় চট্টগ্রাম বিভাগে মারা গেছেন ৪৩ জন, রাজশাহীতে ১৬ জন, খুলনায় ৫৭ জন, বরিশালে ৬ জন, সিলেটে ৮ জন, রংপুরে ১৭ জন এবং ময়মনসিংহে ১১ জন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ৬৩৮টি পরীক্ষাগারে ৪৫ হাজার ১২টি নমুনা পরীক্ষা করা হয়। এরমধ্যে নতুন করে করোনা শনাক্ত হয়েছে ১৩ হাজার ৩২১ জন। এনিয়ে শনাক্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ১১ লাখ ১৭ হাজার ৩১০ জন।

এ সম্পর্কিত আরও খবর