বরিশাল বিভাগের ছয় জেলায় গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত ও উপসর্গ নিয়ে আরও ১৮ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ৬১১ জন করোনায় আক্রান্ত হয়েছেন।
এই বিভাগে মোট করোনায় আক্রান্ত হয়েছেন ২৭ হাজার ৩৮৯ জন, সুস্থ ১৭ হাজার ২৮৯ জন এবং মোট মারা গেছেন ৩৯৩ জন।
মঙ্গলবার (২০ জুলাই) দুপুরে বিয়ষটি বার্তা২৪.কম-কে নিশ্চিত করেছেন বরিশাল বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. বাসুদেব কুমার দাস।
এসময় তিনি জানান, বরিশাল জেলায় নতুন সর্বোচ্চ ২৬৩ জন নিয়ে মোট ১১ হাজার ৬৫৭ জন, পটুয়াখালী জেলায় নতুন ৬৩ জন নিয়ে মোট ৩ হাজার ৩৯২ জন, ভোলা জেলায় নতুন ৬৪ জনসহ মোট ২ হাজার ৭১২ জন, পিরোজপুর জেলায় নতুন ৬৩ জনসহ মোট ৩ হাজার ৭৬৭ জন, বরগুনা জেলায় নতুন ৭৯ জন নিয়ে মোট আক্রান্ত ২ হাজার ৩৭১ জন এবং ঝালকাঠি জেলায় নতুন ৭৯ জন শনাক্ত নিয়ে মোট সংখ্যা দাঁড়িয়েছে ৩ হাজার ৪৯০ জন।
বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসাপাতালের করোনা আইসোলেশন ওয়ার্ডে গত ২৪ ঘণ্টায় করোনার উপসর্গ নিয়ে ১২ জন এবং বিভাগের মধ্যে করোনায় আক্রান্ত হয়ে পটুয়াখালীতে ২ জন, ভোলায় ১ জন, পিরোজপুরে ১ জন এবং বরগুনায় ২ জনসহ মোট ৬ জনের মৃত্যু হয়েছে।