নমুনা পরীক্ষা করা হয়েছে ৭৩ লাখ ৬৪ হাজার ৮৮৮

, জাতীয়

নিউজ ডেস্ক, বার্তা ২৪ | 2023-08-30 12:03:41

দেশে অদ্যাবধি করোনাভাইরাসের নমুনা (অ্যান্টিজেন টেস্টসহ) পরীক্ষা করা হয়েছে ৭৩ লাখ ৬৪ হাজার ৮৮৮টি। এরমধ্যে সরকারি ব্যবস্থাপনায় ৫৪ লাখ ১২ হাজার ৩২টি এবং বেসরকারি ব্যবস্থাপনায় ১৯ লাখ ৫২ হাজার ৮৫৬টি।

এছাড়া গত ২৪ ঘণ্টায় ৬৩৯টি পরীক্ষাগারে ২৫ হাজার ৬২৫টি নমুনা সংগ্রহ করা হয়। এরমধ্যে ২৪ হাজার ৯৭৯টি নমুনা পরীক্ষা করা হয়েছে।

আজ বুধবার (১৪ জুলাই) স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনা শনাক্ত হয়েছেন ৭ হাজার ৬১৪ জন। এ নিয়ে মোট শনাক্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ১১ লাখ ৩৬ হাজার ৫০৩ জন।

একই সময়ে করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন ১৭৩ জন। এর মধ্যে পুরুষ ৯৮ জন এবং মহিলা ৭৫ জন। এ পর্যন্ত করোনায় মৃত্যুবরণ করেছেন ১৮ হাজার ৪৯৮ জন। ‌

এদের মধ্যে সরকারি হাসপাতালে মারা গেছেন ১৪৬ জন, বেসরকারি হাসপাতালে ২২ জন এবং বাসায় ৫ জন।

এ সম্পর্কিত আরও খবর