কে‌সি‌সির পশুর হাটে রেকর্ড সংখ্যাক হাসিল আদায়

, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, খুলনা | 2023-08-31 02:13:00

খুলনা সিটি করপোরেশন (কেসিসি) পরিচালিত নগরীর জোড়াগেটস্থ কোরবানির পশু হাটে এবার ৬ হাজার ৯৪০টি পশু বিক্রি হয়েছে। এরমধ্যে গরু ৫ হাজার ২৮০টি, ছাগল ১ হাজার ৬৩৯টি ও ভেড়া ২১ টি। এ বাবদ হাসিল আদায় হয়েছে ২ কোটি ৪৩ হাজার ৪৫ টাকা।

বৃহস্প‌তিবার (২২ জুলাই) এ তথ‌্য জানায় হাট আহবায়ক কমিটির সভাপতি কাউন্সিলর শামসুজ্জামান মিয়া স্বপন এ প্রতিবেদককে এসব তথ্য জানিয়েছেন।

এর অ‌াগে গত ১৫ জুলাই দুপুরে খুলনা অঞ্চলের সর্ববৃহৎ কোরবানির পশুর হাট উদ্বোধন করেন খুলনা মহানগর আ'লীগের সাধারণ সম্পাদক এম ডি এ বাবুল রানা। হাট চলে ঈদের দিন সকাল পর্যন্ত।

উল্লেখ্য, গত বছর কেসিসি'র কোরবানির এ পশুর হাটে ৬ হাজার ১৬৮টি পশু বিক্রি হয়েছিল। এরমধ্যে ছিল ৪৭৭২টি গরু, ১৩৬০টি ছাগল ও ৩৬টি ভেড়া। এ থেকে কেসিসি রাজস্ব আয় হয়েছিল এক কোটি ৬৪ লাখ ৭৭ হাজার ৭ টাকা।

হাট পরিচালনা কমিটির আহবায়ক শামসুজ্জামান মিয়া স্বপন বলেন, কঠিন পরিস্থিতির মধ্যেও এবার বেশি হাসিল আদায় হয়েছে।

এ সম্পর্কিত আরও খবর