লঞ্চ থেকে নেমে পাচ্ছেন না পরিবহন, হেঁটেই গন্তব্যে

, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ঢাকা | 2023-08-28 04:22:20

সরকার ঘোষিত কঠোর লকডাউন শিথিল থাকার সুযোগে ঈদ উদযাপন করতে অনেকেই গিয়েছিলেন গ্রামের বাড়িতে। তাদের মধ্যে একটা ধারণা ছিল সরকার হয়তো এই শিথিল থাকার সময় কিছুটা বাড়াবে তবে তা করেনি সরকার। আর এই জন্য আজ বা কাল রাতে যে সব মানুষ ঢাকাতে এসেছেন তারা গণপরিবহন না থাকায় পড়েছেন চরম ভোগান্তিতে। কিছু না পেয়ে বাধ্য হয়ে পায়ে হেঁটেই গন্তব্যে যাচ্ছেন তারা।

হেঁটেই গন্তব্যে যাচ্ছেন মানুষ। ছবি: মো. হসান

শুক্রবার (২৩ জুলাই) সকালে সদরঘাট লঞ্চ টার্মিনাল এলাকায় এমন চিত্র দেখা গেছে।

হেঁটেই গন্তব্যে যাচ্ছেন মানুষ। ছবি: মো. হসান

দেখা যায়, গতকাল রাত থেকেই হাজারও মানুষ লঞ্চ এ করে সদরঘাট লঞ্চ টার্মিনাল এলাকায় আসেন তবে লকডাউন থাকায় তারা গন্তব্যে যাওয়ার জন্য তেমন কোন পরিবহন পাচ্ছেন না। দীর্ঘক্ষণ অপেক্ষা করে পায়ে হেঁটে গন্তব্যে যাচ্ছেন তারা।

হেঁটেই গন্তব্যে যাচ্ছেন হাজারও মানুষ। ছবি: মো. হসান

এর আগে ঈদুল আজহার সময় মানুষের চলাচল ও পশুরহাটে কেনাবেচার বিষয় বিবেচনায় নিয়ে ১৪ জুলাই মধ্যরাত থেকে ২৩ জুলাই সকাল ৬টা পর্যন্ত লকডাউন শিথিল করেছিল সরকার।

চরম দুর্ভোগে পড়েছেন সাধারণ মানুষ। ছবি: মো. হসান

এ সময়সীমা শেষ হওয়ার পর শুক্রবার (২৩ জুলাই) সকাল ৬টা থেকে শুরু হলো কঠোর লকডাউন। এ লকডাউন বহাল থাকবে ৫ আগস্ট মধ্যরাত পর্যন্ত।

এ সম্পর্কিত আরও খবর