রংপুর বিভাগে নতুন ১০ মৃত্যু, শনাক্ত ২০২

, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, রংপুর | 2023-08-31 16:52:04

রংপুর বিভাগে করোনায় একদিনে নতুন করে আরও ১০ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে করোনা শনাক্ত হয়েছে ২০২ জনের। এ নিয়ে রংপুর বিভাগে করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যা ৮০৭ জনে দাঁড়িয়েছে।

শুক্রবার (২৩ জুলাই) দুপুরে এসব তথ্য নিশ্চিত করেন রংপুর বিভাগীয় স্বাস্থ্য পরিচালক (ভারপ্রাপ্ত) আবু মো. জাকিরুল ইসলাম।

রংপুর বিভাগীয় স্বাস্থ্য অধিদফতর সূত্রে জানা গেছে, শুক্রবার সকাল ৮টার পূর্ববর্তী ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়ে ১০ জনের মৃত্যু হয়েছে। মারা যাওয়া ব্যক্তিদের মধ্যে দিনাজপুরের চার জন, ঠাকুরগাঁওয়ের তিন জন, রংপুরের দুই জন এবং পঞ্চগড়ের এক জন রয়েছেন।

একই সময়ে বিভাগে ৫২৬ জনের নমুনা পরীক্ষা করে ২০২ জনের করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে দিনাজপুরের ৪৯ জন, রংপুরের ৪৭ জন, নীলফামারীর ৩৬ জন, পঞ্চগড়ের ২২ জন, ঠাকুরগাঁওয়ের ১৮ জন, গাইবান্ধার ১৪ জন এবং কুড়িগ্রাম ও লালমনিরহাটের ৮ জন করে রয়েছেন। ২৪ ঘণ্টায় শনাক্ত বিবেচনায় আক্রান্তের হার ৩৮ দশমিক ৪০ শতাংশ।

এ পর্যন্ত করোনায় মারা যাওয়া ৮০৭ জনের মধ্যে দিনাজপুর জেলার ২৫২ জন, রংপুরের ১৬৮ জন, ঠাকুরগাঁওয়ের ১৫৪ জন, নীলফামারীর ৫৯ জন, লালমনিরহাটের ৪৭ জন, পঞ্চগড়ের ৪৭ জন, কুড়িগ্রামের ৪২ জন ও গাইবান্ধার ৩৮ জন রয়েছেন। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ২১৮ জন।

এখন পর্যন্ত বিভাগের আট জেলায় শনাক্ত ৩৮ হাজার ৮২০ জন করোনা রোগীর মধ্যে দিনাজপুুর জেলায় ১১ হাজার ৬৫৯ জন, রংপুরের ৮ হাজার ৫৪০ জন, ঠাকুরগাঁওয়ের ৫ হাজার ৩৩৫ জন, গাইবান্ধার ৩ হাজার ২৮১ জন, নীলফামারীর ২ হাজার ৯৭৯ জন, কুড়িগ্রামের ২ হাজার ৮৪৮ জন, লালমনিরহাটের ২ হাজার ৩৯ জন এবং পঞ্চগড়ের ২ হাজার ১৩৯ জন রয়েছেন।

করোনাভাইরাস শনাক্তের শুরু থেকে এ পর্যন্ত রংপুর বিভাগে ১ লাখ ৯৭ হাজার ৮২৬ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে।

সকলকে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানিয়ে বিভাগীয় স্বাস্থ্য পরিচালক (ভারপ্রাপ্ত) ডা. আবু মো. জাকিরুল ইসলাম বলেন, সরকার ঘোষিত বিধিনিষেধ মেনে চলার বিকল্প নেই। বর্তমান পরিস্থিতিতে বাধ্যতামূলকভাবে মাস্ক পরা নিশ্চিত করতে হবে। না হলে পরিস্থিতি আরও ভয়াবহ হতে পারে।

এ সম্পর্কিত আরও খবর