গাইবান্ধায় ৬৫ মামলায় ২৯ হাজার টাকা জরিমানা

, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, গাইবান্ধা | 2023-08-27 06:23:37

করোনা সংক্রমণ প্রতিরোধে গাইবান্ধায় লকডাউনের প্রথম দিনে কঠোর অবস্থানে ছিল প্রশাসন। এ সময় লকডাউন অমান্য এতে ৬৫ মামলায় ২৯ হাজার ১৫০ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। 

শুক্রবার (২৩ জুলাই) রাতে গাইবান্ধা জেলা প্রশাসকের কার্যালয় থেকে এ তথ্য জানানো হয়।

আজ জেলার প্রত্যেক উপজেলায় ১০টি ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে নির্বাহী ম্যাজিস্ট্রেটরা। এ সময় মন্ত্রিপরিষদ বিভাগের ঘোষিত নিষেধাজ্ঞা অমান্য করায় ওই পরিমানের টাকা জরিমানা করা হয়।

এ অভিযান চলাকালে জনসচেতনতা সৃষ্টি করাসহ জেলা প্রশাসনের পক্ষ হতে বিনামূল্যে মাস্ক বিতরণ করা হয়।

গাইবান্ধা জেলা প্রশাসক আবদুল মতিন বলেন, শুক্রবার থেকে শুরু হওয়া লবডাউন কঠোরভাবে বাস্তবায়ন করা হচ্ছে। এতে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেটদের পুলিশ, সেনাবাহিনী ও আনসার সদস্যরা সহযোগিতা করছে।

এ সম্পর্কিত আরও খবর