ডেঙ্গু রোগী বাড়ছে

, জাতীয়

নিউজ ডেস্ক, বার্তা ২৪ | 2023-08-24 21:54:29

রাজধানী ঢাকাসহ সারা দেশে ধীরে ধীরে বাড়ছে ডেঙ্গু রোগীর সংখ্যা। শুক্রবার সকাল ৮টা থেকে পূর্ববর্তী ২৪ ঘণ্টায় নতুন করে ডেঙ্গু আক্রান্ত হয়েছে ৮৫ জন। এদের প্রত্যেকেই ঢাকায় বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন আছে।

বিশেষজ্ঞরা বলছেন, ঢাকার বিভিন্ন এলাকায় এডিসের ঘনত্ব অনেক বেশি। ফলে এখনই ব্যবস্থা না নিলে ডেঙ্গু পরিস্থিতি ভয়ংকর হতে পারে।

দেশে চলতি বছরে মোট ডেঙ্গু আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে এক হাজার ৪৭০ জনে। যার মধ্যে ছাড়পত্র পেয়েছে এক হাজার ৭৭ জন। বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে ডেঙ্গু রোগী ভর্তি আছে ৩৯০ জন। যার মধ্যে ঢাকা বিভাগেই ৩৮৭ জন। বাকি তিনজন দেশের অন্যান্য বিভাগের হাসপাতালে ভর্তি আছে।

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের অধ্যাপক ড. কবিরুল বাশার গণমাধ্যমকে বলেছেন, ছুটিতে মানুষ বাড়িতে গিয়েছে। ফলে কিছু জায়গা অনেক দিন ধরে পরিষ্কার করা হবে না। কিংবা পানি জমে থাকবে। ফলে এসব জায়গায় এডিস মশা জন্মাবে। তাই দ্রুত ব্যবস্থা নিতে হবে।

এ সম্পর্কিত আরও খবর