বগুড়ায় একদিনে সর্বোচ্চ ২৪ জনের মৃত্যু

, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা ২৪.কম, বগুড়া | 2023-08-23 11:16:43

বগুড়ায় গত ২৪ ঘণ্টায় করোনা ও উপসর্গে সর্বোচ্চ ২৪ জনের মৃত্যু হয়েছে। এরমধ্যে করোনায় ৬ জন এবং করোনা উপসর্গে মারা গেছেন ১৮ জন।

শনিবার (২৪ জুলাই) বগুড়ার ডেপুটি সিভিল সার্জন ডা. মোস্তাফিজুর রহমান তুহিন এ তথ্য জানিয়েছেন।

বগুড়ার ২ টি সরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার (২৩ জুলাই) সকাল ৮টা থেকে শনিবার (২৪ জুলাই) সকাল ৮ টা পর্যন্ত সময়ের মধ্যে তাদের মৃত্যু হয়। এ সময় নতুন করে আক্রান্ত হয়েছেন ১৪৪ জন। সুস্থ  হয়েছেন ১৩৬ জন।

জানা গেছে, করোনায় মারা যাওয়া ৬ জনই বগুড়ার বাসিন্দা এবং তারা গ্রামে বসবাস করতেন। এছাড়াও আক্রান্তদের বেশির ভাগও গ্রামের বাসিন্দা।

গত ২৪ ঘণ্টায় বগুড়ায় ৩৪৫ জনের নমুনা পরীক্ষা করে ১৪৪ জন করোনা রোগী শনাক্ত হয়েছেন। আক্রান্তের  হার ৪১ দশমিক ৭৩ শতাংশ। এনিয়ে বগুড়ায় মোট আক্রান্তে সংখ্যা ১৭ হাজার ৮৫২ জনে দাঁড়িয়েছে। এরমধ্যে সুস্থ হয়েছেন ১৫ হাজার ৪২২ জন। করোনায় এপর্যন্ত মারা গেছেন ৫৩৩ জন। এখন চিকিৎসাধীন রয়েছেন ১ হাজার ৮৯৭ জন।

এ সম্পর্কিত আরও খবর