বগুড়ায় কাভার্ডভ্যান চাপায় নিহত ১

, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, বগুড়া | 2023-08-22 00:47:37

বগুড়ায় কাভার্ডভ্যানের চাপায় মতিউর রহমান (২৮) নামের এক এনজিও কর্মী নিহত হয়েছেন।

রোববার (২৫ জুলাই) বগুড়া-রংপুর মহাসড়কে বগুড়া সদরের গোকুল এলাকায় দুর্ঘটনাটি ঘটে। নিহত মতিউর দিনাজপুর জেলার খানসামা উপজেলার ভান্ডারদহ গ্রামের সামছুল আলমের ছেলে।

জানা যায়, মতিউর রহমান সিরাগঞ্জে একটি এনজিওতে চাকরি করতেন। তিনি কর্মস্থলে যাওয়ার জন রোববার সকালে মোটরসাইকেল যোগে বাড়ি থেকে রওনা দেন। সকাল ১০ টার দিকে বগুড়া সদরের গোকুল ইউনিয়ন পরিষদের সামনে পৌঁছালে একটি অটো রিকশাকে সাইড দিতে গিয়ে তিনি মোটরসাইকেলসহ মহাসড়কে পড়ে যান। এসময় পিছন থেকে একটি কাভার্ডভ্যান তাকে চাপা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে হাইওয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে নিয়ে যান।

দিনাজপুরের খানসামা উপজেলার খামারপাড়া ইউপি চেয়ারম্যান সাজু মিয়া নিহতের পরিচয় নিশ্চিত করে বলেন, মরদেহ বাড়িতে নিয়ে আসার প্রস্তুতি চলছে।

এ সম্পর্কিত আরও খবর