কুষ্টিয়ায় খাদ্য সহায়তা দিলেন ম্যাজিস্ট্রেট

, জাতীয়

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, কুষ্টিয়া | 2023-08-28 23:23:16

কুষ্টিয়ায় সরকার ঘোষিত লকডাউন অমান্য করে চা দোকানীসহ নিম্ন আয়ের মানুষদের জরিমানার পরিবর্তে খাদ্য সহায়তা দিয়ে বাড়ি পাঠিয়ে দিয়েছেন জেলা প্রশাসনের কর্তাব্যাক্তিরা।

রোববার (২৫ জুলাই) কুষ্টিয়া পৌরসভার বিভিন্ন স্থান ঘুরে এ খাদ্য সহায়তা দেওয়ার চিত্র লক্ষ্য করা গেছে।

জানা গেছে, দেশের করোনা সংক্রমণের তৃতীয় ধাপে দেশব্যাপী লকডাউন (কুষ্টিয়ায় সংক্রমণ বেড়ে যাওয়ায় সপ্তাহের তিন দিন দুপুর একটা পর্যন্ত কাচারবাজার ও নিত্যপ্রয়োজনীয় সামগ্রী দোকান খোলার) তৃতীয় দিনে কুষ্টিয়া সদর উপজেলার পৌর এলাকাসহ বিভিন্ন এলাকার চায়ের দোকান, অটোচালকদের গাড়ি রাস্তায় না নামানোর জন্য এবং লক ডাউনের আদেশ মেনে চলতে উৎসাহিত করতে প্রচারণা করা হয়।

এ সময় রাস্তায় বের হওয়া অটোচালক, চা দোকানী ও এবং নিম্ন আয়ের মানুষদের হাতে খাদ্য সামগ্রী দিয়ে তাদের বাড়ি পাঠিয়ে দেওয়া হয় এবং বাড়ি থেকে বের হতে নির্দেশনা দেওয়া হয়।

এদিকে সকাল থেকে উপজেলা সহকারী কমিশনার (ভুমি) মহায়মিন আল জিহান ও জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সবুজ হাসানের নেতৃত্বে পৌর এলাকার বিভিন্ন এলাকায় ঘুরে ঘুরে প্রায় অর্ধশতাধিক নিম্ন আয়ের মানুষদের হাতে এ খাদ্য সহায়তা প্রদান করেন। প্রতিজনকে ১০ কেজি করে চাল, এক কেজি করে ডাল, আলু, পিয়াজ, তেল, লবণ প্রদান করেন।

এ বিষয়ে সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মহায়মিন আল জিহান বলেন, অটোরিক্সা চালকরা পেটের টানে গাড়ি নিয়ে রাস্তায় বের হয়েছে। তাই তাদের প্রথমেই জরিমানা করলে তারা আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হবে। তাই তাদের বিষয়টি মানসিকভাবে চিন্তা করে তাদের জরিমানা না করে লকডাউন কার্যকর করতে উৎসাহিত করা সহ তাদের এক সপ্তাহের খাদ্য সামগ্রী দিয়ে বাড়ি পাঠিয়ে দেয়া হয়েছে।

জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সবুজ হাসান বলেন, সরকার ঘোষিত চলমান বিধি-নিষেধ না মানায় চা-দোকানি ও নরসুন্দরসহ বিভিন্ন নিম্ন আয়ের মানুষেরা মোবাইল কোর্টে শাস্তির মুখোমুখি হলেও কুষ্টিয়া জেলার বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট ও জেলা প্রশাসক মোহাম্মদ সাইদুল ইসলামের নির্দেশনা মোতাবেক মাননীয় প্রধানমন্ত্রীর মানবিক খাদ্য সহায়তা তুলে দেওয়া হয়৷ একই সাথে করোনা ভাইরাসের সংক্রমণ বিবেচনায় তাদেরকে ঘরে ফিরে যাওয়ার অনুরোধ করা হয়৷

জেলা প্রশাসক মোহাম্মদ সাইদুল ইসলাম জানান, করোনা ভাইরাসজনিত রোগ (কোভিড-১৯) এর সংক্রমণ হার বৃদ্ধি পাওয়ায় জেলা প্রশাসন, কুষ্টিয়া কর্তৃক জারিকৃত চলমান বিধি-নিষেধ ও নির্দেশনাসমূহ বাস্তবায়নের লক্ষ্যে আমরা কাজ করছি। জেলা প্রশাসনের পাশাপাশি জেলা পুলিশ সম্মিলিতভাবে জেলা শহর ও কুষ্টিয়া পৌরসভার বিভিন্ন এলাকাসমূহে সচেতনতামূলক বিভিন্ন কার্যক্রম পরিচালনা করছি। এসময় তিনি আরও জানান, কুষ্টিয়া জেলায় করোনা ভাইরাসের ক্রমবর্ধমান সংক্রমণ হার কমিয়ে আনতে স্বাস্থ্যবিধি প্রতিপালন,  মাস্ক পরিধান নিশ্চিতকরণ ও সর্বোপরি চলমান বিধি-নিষেধ মেনে চলতে জনসাধারণকে উদ্বুদ্ধ করছি। একই সাথে জরুরি খাদ্য সহায়তা পেতে ৩৩৩ নম্বরে এসএমএস করতেও অনুরোধ জানান তিনি।

এ সম্পর্কিত আরও খবর