বিএনপির কাছে প্রেসক্রিপশন চাইলেন তথ্যমন্ত্রী

, জাতীয়

সিনিয়র করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ঢাকা | 2023-08-29 02:28:27

তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, বাংলাদেশে বিএনপি অতীতে যে হিংস্র রাজনীতি দেখিয়েছে। এরকম হিংস্রতার রাজনীতি আগে কখনো দেখেনি। তারা হরতাল দিয়ে মানুষ পুড়িয়ে মেরেছে।

তথ্যমন্ত্রী লকডাউন নিয়ে বিএনপির সমালোচনার জবাবে বলেন, সঠিক প্রেসক্রিপশনটা কি? প্রেসক্রিপশনটা দেন।

সোমবার (২৭ জুলাই) ঈদ পরবর্তী শুভেচ্ছা বিনিময়কালে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা বলেন।

মন্ত্রী বলেন, লকডাউনের মধ্যে যদি কেউ ফৌজদারি অপরাধে গ্রেফতার হয় আর সে যদি কোনও দল করে থাকে তাকে কি গ্রেফতার করা যাবে না? বিএনপি ফৌজদারি মামলার আসামির পক্ষ কেন নেন? লকডাউনে গ্রেফতারের সাথে রাজনীতির কোন সংশ্লেষ নেই।

ড. হাছান মাহমুদ বলেন, বিএনপি লকডাউন নিয়ে একেক সময় এক ধরনের কথা বলে। লকডাউন দেওয়ার পর বলে পরিকল্পিত সিদ্ধান্ত না, আবার না দিলে বলে কঠোর লকডাউন দরকার ছিল। তাদের পরিকল্পিত প্রেসক্রিপশনটা কি? বিএনপিকে বলবো প্রেসক্রিপশনটা দেন।

তিনি আরও বলেন, করোনা মহামারিতে একজন মানুষও না খেয়ে মরে নাই। সরকারের ত্রাণ তৎপরতার কারণে মানুষের মধ্যে কোনও হাহাকার নাই। এটা সাময়িক অসুবিধা। সবাই যদি স্বাস্থ্যবিধি মেনে চলে তাহলে লকডাউন বাড়বে না।

এ সম্পর্কিত আরও খবর