করোনা নিয়ন্ত্রণে করণীয় ঠিক করতে উচ্চ পর্যায়ের বৈঠক চলছে

, জাতীয়

সিনিয়র করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ঢাকা | 2023-08-26 07:31:26

করোনা নিয়ন্ত্রণে করণীয় ঠিক করতে উচ্চ পর্যায়ের বৈঠকে বসেছে সরকার।

মঙ্গলবার (২৭ জুলাই) মন্ত্রিপরিষদ বিভাগের সভাকক্ষে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের সভাপতিত্বে বিশেষ এই বৈঠক দুপুর ১ টা ৩০ মিনিটের পর শুরু হয়।

করোনা বিপর্যয় ঠেকাতে কি কি করণীয় এবং চলমান লকডাউন বাস্তবায়নে করণীয়সহ গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আসতে পারে এই বৈঠক থেকে। পোশাক শিল্প কারখানার মালিকদের দাবির প্রেক্ষিতে সরকার কি সিদ্ধান্তে আসতে পারে সেটিও বিবেচনায় নেওয়া হতে পারে বলে জানা গেছে।

বৈঠকে অংশ গ্রহণের জন্য সভাকক্ষে ঢুকতে দেখা গেছে- স্বরাষ্ট্র মন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালেক, স্বরাষ্ট্র সচিব, পুলিশ বাহিনীর প্রধান আইজিপি বেনজীর আহমেদ, বিজিবি প্রধান, স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালকসহ সংশ্লিষ্ট দফতরের প্রধান গণদের।

এ সম্পর্কিত আরও খবর