রমেক থেকে অক্সিজেন সিলিন্ডার পাচার চেষ্টার মূল ঘটনা উদঘাটন

, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, রংপুর | 2023-08-10 07:40:49

রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল (রমেক) থেকে ভুয়া চালান পত্রের মাধ্যমে অক্সিজেন সিলিন্ডার পাচার চেষ্টার অভিযোগে দুই প্রতারককে গ্রেফতারসহ মূল ঘটনা উদঘাটন করেছে রংপুর মেট্রোপলিটন পুলিশ।

মঙ্গলবার (২৭ জুলাই) দুপুরে রংপুর মেট্রোপলিটন ডিবি পুলিশ কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন মহানগর পুলিশের উপ-পুলিশ কমিশনার (অপরাধ) আবু মারুফ হোসেন।

তিনি জানান, এই চক্রটি দীর্ঘদিন থেকে গাড়ি ভাড়া করে অভিনব কৌশলে গাড়ি চালকদের কাছ থেকে অর্থ আত্মসাৎ করে আসছিলো।

মঙ্গলবার পাবনা জেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে সোহেল ফকির ও নাসিম হোসেন নামে এ ঘটনার মূলহোতা দুই প্রতারককে গ্রেফতার করা হয়। জিজ্ঞাসাবাদে তারা অভিনব কায়দায় ট্রাকচালকদের কাছ থেকে টাকা আত্নসাৎ করত বলে পুলিশকে জানায়।

মারুফ হোসেন জানান,গত ২৩ জুলাই দিনাজপুর ট্রাক, ট্যাংকলরী, কাভার্ডভ্যান ও ট্যাক্টর শ্রমিক ইউনিয়নের মনজুরুল আলমকে মোবাইল ফোনে আসামি সােহেল ফকির নিজেকে ডা. রেজাউল করিম পরিচয় দেন। এ সময় রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল হতে অক্সিজেনের খালি সিলিন্ডার ঢাকায় রেখে ঢাকা হতে অক্সিজেন ভর্তি সিলিন্ডার আনার কথা বলে ট্রাক প্রতি ৪০ হাজার টাকা করে ৩টি ট্রাক ভাড়া করে।

চালকরা ফোনে কল দিয়ে গন্তব্যস্থল জেনে নেয়। তারপর দিনাজপুর থেকে ট্রাক ভাড়া চালান নিয়ে রংপুর মেডিকেল কলেজে এসে কথিত ডা. রেজাউল করিমকে ফোন করেন। এ সময় প্রতারক সােহেল ফকির রংপুর মেডিকেলে আছে এবং তাদের কাছে যাওয়ার কথা বলে সময় ক্ষেপণ করতে থাকে।একপর্যায়ে প্রতারক সােহেল ফকির বঙ্গবন্ধু সেতুর টোল ফ্রি করে দেওয়ার কথা বলে ৩টি ট্রাকের জন্য ট্রাক চালকদের কাছ থেকে ৩০০০ টাকা একটি বিকাশ নম্বরে দেওয়ার জন্য বললে ৩ চালক সেই বিকাশ নম্বরে ৩০০০ টাকা পাঠিয়ে দেয়। বিকাশে টাকা পাওয়া মাত্র প্রতারক তার মােবাইল ফোন বন্ধ করে দেয়।

জানা যায়, প্রতারকরা ইউটিউব, ফেসবুক কিংবা বিভিন্ন গাড়ির পিছনে থাকা মােবাইল নম্বর সংগ্রহ করে ট্রাক ভাড়া প্রদানকারী দালালের সাথে কথা বলে প্রতারণার ক্ষেত্র তৈরি করে এবং ৩-৫ হাজার টাকা নিয়ে মােবাইল ফোন বন্ধ করে দেয়। পরবর্তী টার্গেট নির্ধারণ করে প্রতারণা করে। এই প্রতারক চক্র গত ২/৩ বছর যাবত সারা দেশে একই কায়দায় অসংখ্য প্রতারণা করেছে। টাকার পরিমাণ কম হওয়ায় অনেকেই আইনগত ব্যবস্থা গ্রহণ না করে এড়িয়ে যায়।

এর আগে এই ঘটনায় পুলিশ তিনজন ট্রাক চালক ও ৩ ট্রাক চালকের সহযােগীকে আটক করে এবং ট্রাক ৩টি জব্দ করে। পরে তাদের আদালতের মাধ্যমে ৬ জনকে জেল হাজতে পাঠানো হয়।

এ সম্পর্কিত আরও খবর