রাঙামাটি শহরের আসামবস্তিস্থ শান্তিনগর এলাকাধীন কাপ্তাই হ্রদ থেকে ভাসমান অবস্থায় অজ্ঞাতনামা এক যুবকের অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বুধবার (২৮ জুলাই) বিকেলে মরদেহটি হ্রদের পানিতে ভাসতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। পুলিশ বিকেলে ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে রাঙামাটি জেনারেল হাসপাতালের মর্গে নিয়ে গেছে বলে নিশ্চিত করেছেন কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ মো. কবির হোসেন।
স্থানীয়রা জানায়, বুধবার বিকেলে রাঙামাটি শহরের আসামবস্তিস্থ ৫নং ওয়ার্ডের নারকেল বাগান সংলগ্ন শান্তিনগর এলাকায় কাপ্তাই লেক থেকে ভাসমান অবস্থায় অজ্ঞাতনামা বাঙালি যুবক আনুমানিক বয়স (৩৮-৪০) এর অর্ধগলিত মরদেহটি দেখে স্থানীয়দের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
বিষয়টি স্থানীয়দের কাছ থেকে মোবাইল ফোনের মাধ্যমে জানতে পারে কোতোয়ালি থানা পুলিশ। এসময় ওসি কবির হোসেন থানার এসআই মো. মাকসুদুল কামালকে মরদেহটি উদ্ধার করতে ঘটনাস্থলে যাওয়ার নির্দেশনা দেন। পুলিশ অর্ধগলিত মরদেহটি উদ্ধার করে রাঙামাটি জেনারেল হাসপাতালে নিয়ে যায়।
কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ কবির হোসেন জানান, মরদেহটির কোনো পরিচয় শনাক্ত করা যায়নি। প্রাথমিকভাবে আমরা ধারণা করছি এটি কোনো মানসিক ভারসাম্যহীন লোকের মরদেহ হবে। ময়নাতদন্তের পর আমরা মরদেহটি পৌরসভার মাধ্যমে বেওয়ারিশ মরদেহ হিসেবে দাফন করার ব্যবস্থা নিচ্ছি।