বিনা প্রয়োজনে বের হওয়ায় রাজধানীতে গ্রেফতার ৫৬২

, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ঢাকা | 2023-08-15 21:37:33

করোনাভাইরাস সংক্রমণ রোধে সরকার ঘোষিত কঠোর বিধিনিষেধের ষষ্ঠদিনে বিনা প্রয়োজনে বাসা থেকে রাস্তায় বের হওয়ায় ৫৬২ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ।

বুধবার (২৮ জুলাই) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) ইফতেখায়রুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ডিএমপির ৮টি বিভাগের রমনা, লালবাগ, মতিঝিল, ওয়ারি, তেজগাঁও, মিরপুর, গুলশান ও উত্তরা এলাকায় সরকারি নিয়ম অমান্য করে বাইরে বের হওয়ায় ৫৬২ জনকে গ্রেফতার করা হয়।

তিনি আরও বলেন, বিধিনিষেধ অমান্য করে রাস্তায় যানবাহন নিয়ে বের হওয়ায় ডিএমপি পরিচালিত ভ্রাম্যমাণ আদালত ও ট্রাফিক বিভাগ ৪৯৭টি গাড়ির বিরুদ্ধে মামলা করেছে এবং জরিমানা করা হয়েছে ১১ লাখ ৭৩ হাজার টাকা।

এ সম্পর্কিত আরও খবর