বরিশাল বিভাগের ছয় জেলায় গত ২৪ ঘণ্টায় নতুন করে ৬৫৬ জন করোনায় হয়েছেন। এসময় করোনায় আক্রান্ত হয়ে ১১ জন ও উপসর্গ নিয়ে ৯ জনের মৃত্যু হয়েছে।
এ নিয়ে বিভাগে মোট করোনায় আক্রান্ত হয়েছেন ৩২ হাজার ৮৪ জন, সুস্থ ১৮ হাজার ৬৩৮ জন এবং মারা গেছেন ৪৫৩ জন।
বৃহস্পতিবার (২৯ জুলাই) সকালে এসব তথ্য নিশ্চিত করেছেন বরিশাল বিভাগীয় স্বাস্থ্য বিভাগের পরিচালক ডাক্তার বাসুদেব কুমার দাস।
এসময় তিনি জানান, করোনা আক্রান্ত সংখ্যায় বরিশাল জেলায় নতুন ২৬৫ জন নিয়ে মোট ১৩ হাজার ৫৩০ জন, পটুয়াখালী জেলায় নতুন ১৭৮ জন নিয়ে মোট ৪ হাজার ১২৯ জন, ভোলা জেলায় নতুন ১১৩ জনসহ মোট ৩ হাজার ৫১৫ জন, পিরোজপুর জেলায় নতুন ২৪ জনসহ মোট ৪ হাজার ২৩৪ জন, বরগুনা জেলায় নতুন ২৮ জন নিয়ে মোট আক্রান্ত ২ হাজার ৭৭৪জন এবং ঝালকাঠি জেলায় নতুন ৪৮ জন নিয়ে মোট দাঁড়িয়েছে ৩ হাজার ৯০২ জন।
গত ২৪ ঘণ্টায় মৃত্যুর মধ্যে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালের করোনার আইসোলেশন ওয়ার্ডে উপসর্গ নিয়ে ৯ জন এবং বরিশাল জেলায় ২ জন, পটুয়াখালীতে ২ জন, ভোলায় ১ জন, পিরোজপুরে ১ জন, বরগুনায় ২ জন এবং ঝালকাঠিতে ৩ জন রয়েছেন।