রংপুরে সিনোফার্মের টিকা নিলেন চীনের ২২৬ নাগরিক

, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, রংপুর | 2023-08-25 10:11:18

রংপুরে সিনোফার্মের করোনাভাইরাস প্রতিরোধী টিকা নিয়েছে ২২৬ জন চীনা নাগরিক। তারা নীলফামারীর রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল (ইপিজেডে) ও দিনাজপুরের ফুলবাড়ী কয়লা খনিতে কর্মরত।

বৃহস্পতিবার (২৯ জুলাই) দুপুর রংপুর জেলা সিভিল সার্জনের কার্যালয় চত্বরে এ টিকা গ্রহণ করেন।

তারা নীলফামারী ও দিনাজপুর থেকে টিকা নিতে রংপুরে আসেন। ২২৬ চীনা নাগরিকের জন্য দুটি বুথ স্থাপন করা হয়।

চীনা নাগরিকদের টিকা গ্রহণের বিষয়টি নিশ্চিত করে রংপুরের সিভিল সার্জন হিড়ম্ব কুমার রায় বলেন, চীনের ২২৬ জন রংপুরের ঠিকানায় টিকার জন্য নিবন্ধন করেছেন। দুটি বুথ করে তাদের টিকা দেয়া হয়েছে। টিকা দেয়ার পর প্রত্যেককে ৩০ মিনিট পর্যবেক্ষণে রাখা হয়। তবে কারো কোনো শারীরিক সমস্যা দেখা যায়নি।

রংপুর মহানগর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রশীদ জানান, চীনের নাগরিকদের নিরাপত্তা দিতে সিভিল সার্জনের কার্যালয়ে পুলিশ মোতায়ন করা হয়েছে।

এ সম্পর্কিত আরও খবর