টানা সাত দিন ধরে মৃত্যু দুইশর ওপরে

, জাতীয়

নিউজ ডেস্ক, বার্তা ২৪ | 2023-08-31 20:07:33

দেশে টানা সাত দিন ধরে করোনাভাইরাসে দুইশর ওপরে মানুষের মৃত্যু হয়েছে। এছাড়া দেশে করোনায় আক্রান্ত হয়ে এক সপ্তাহের হিসাবে সর্বোচ্চ মৃত্যু হয়েছে গত সপ্তাহেই।

গত ২৫ জুলাই থেকে ৩১ জুলাই পর্যন্ত প্রতিদিন করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন দুইশর বেশি মানুষ। এই সাত দিনে মোট মারা গেছেন এক হাজার ৬৩৯ জন এবং মোট শনাক্ত হয়েছেন ৯৬ হাজার ১৪০ জন।

গত ২৫ জুলাই মারা গেছেন ২২৮ জন, শনাক্ত হয়েছেন ১১ হাজার ২৯১ জন; ২৬ জুলাই মারা গেছেন ২৪৭ জন, শনাক্ত হয়েছেন ১৫ হাজার ১৯২ জন; ২৭ জুলাই মারা গেছেন ২৫৮ জন, শনাক্ত হয়েছেন ১৪ হাজার ৯২৫ জন; ২৮ জুলাই মারা গেছেন ২৩৭ জন, শনাক্ত হয়েছেন ১৬ হাজার ২৩০ জন; ২৯ জুলাই মারা গেছেন ২৩৯ জন, শনাক্ত ১৫ হাজার ২৭১ জন; ৩০ জুলাই মারা গেছেন ২১২ জন, শনাক্ত হয়েছেন ১৩ হাজার ৮৬২ জন এবং ৩১ জুলাই মারা গেছেন ২১৮ জন, শনাক্ত ৯ হাজার ৩৬৯ জন।

স্বাস্থ্য অধিদপ্তরের স্বাস্থ্য সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, অদ্যাবধি নমুনা পরীক্ষা করা হয়েছে ৭৭ লাখ ৪০ হাজার ৮৯৪টি। এরমধ্যে সরকারি ব্যবস্থাপনায় ৫৬ লাখ ৯৫ হাজার ৩৬২টি ও বেসরকারি ব্যবস্থাপনায় ২০ লাখ ৪৫ হাজার ৫৩২টি।

এপর্যন্ত করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন ২০ হাজার ৬৮৫ জন। এরমধ্যে পুরুষ ১৪ হাজার ৩ জন এবং মহিলা ৬ হাজার ৬৮২ জন। এছাড়া এ পর্যন্ত করোনা শনাক্ত হয়েছেন ১২ লাখ ৪৯ হাজার ৪৮৪ জন। সুস্থ হয়েছেন ১০ লাখ ৭৮ হাজার ২১২ জন।

এ সম্পর্কিত আরও খবর