গত ২৪ ঘণ্টায় করোনায় ও উপসর্গ নিয়ে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চাঁপাইনবাবগঞ্জের ৪ জনের মৃত্যু হয়েছে এবং নতুন করে ২৪ জনের শরীরে এই ভাইরাসটি শনাক্ত হয়েছে। নমুনা পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ২১.৮১ শতাংশ।
মঙ্গলবার (৩ আগস্ট) সিভিল সার্জন ডা. জাহিদ নজরুল চৌধুরী এ তথ্য নিশ্চিত করেছে।
তিনি জানান, রাজশাহীর আরটিপিসিআর ল্যাব থেকে ৪৪ জনের নমুনা পরীক্ষায় ১৭ জনের শরীরে এবং চাঁপাইনবাবগঞ্জে র্যাপিড অ্যান্টিজেন টেস্টে ৬৬ জনের নমুনা পরীক্ষায় ৭ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে।
তিনি আরও জানান, করোনায় আক্রান্ত ও উপসর্গ নিয়ে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চাঁপাইনবাবগঞ্জের ৪ জনের মৃত্যু হয়েছে। এছাড়া গত ২৪ ঘণ্টায় আক্রান্ত ব্যক্তিদের উপসর্গ না থাকায় মঙ্গলবার সকাল থেকে তাদের নিজ বাড়িতে কোয়ারেন্টাইনের মাধ্যমে চিকিৎসা দেয়া শুরু করা হয়েছে। আর চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালের করোনা ওয়ার্ডে ৬২ জন রোগী চিকিৎসা নিচ্ছে।
জেলায় এ পর্যন্ত মোট ৫০৫৬ জনের দেহে ভাইরাসটি শনাক্ত হয়েছে। আর ৪৫৪৪ জন সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছে এবং মারা গেছে ২৪৬ জন।