ডা. শফিউদ্দিনের মৃত্যুতে ওবায়দুল কাদের শোক

, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, রাজবাড়ী | 2023-08-31 09:55:32

রাজবাড়ীর পাংশা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও বরিশালের সাবেক সিভিল সার্জন ডা. এ এফ এম শফিউদ্দিন পাতার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের।

মঙ্গলবার (৩ আগস্ট) সংগঠনের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া স্বাক্ষরিত শোক বার্তায় ওবায়দুল কাদের ডা. এ এফ এম শফিউদ্দিন পাতার পবিত্র আত্মার মাগরিফাত কামনা ও তার শোকসন্তপ্ত পরিবার-পরিজন, আত্মীয়-স্বজন, সহকর্মী, গুণগ্রাহী ও শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।

উল্লেখ্য, করোনায় আক্রান্ত হয়ে মঙ্গলবার দুপুর ২টা ১৫ মিনিটে ঢাকার শেখ রাসেল জাতীয় গ্যাস্ট্রোলিভার ইনস্টিটিউট ও হাসপাতালে মারা যান ডা. এ এফ এম শফিউদ্দিন পাতা। তিনি রাজবাড়ীর পাংশা উপজেলার বাসিন্দা এবং পাংশা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করে আসছিলেন। এছাড়াও তিনি স্বাধীনতা চিকিৎসা পরিষদ (স্বাচিপ) রাজবাড়ী জেলার সাধারণ সম্পাদকও ছিলেন। ডা. এ এফ এম শফিউদ্দিন পাতা রোটারি ক্লাবসহ বিভিন্ন সামাজিক সংগঠনের সাথে জড়িত ছিলেন।

তার মৃত্যুতে রাজবাড়ী-২ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. জিল্লুল হাকিম শোক প্রকাশ করেছেন এবং মরহুমের আত্নার শান্তি কামনাসহ শোকার্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।

আরো শোক জানিয়েছেন রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী আলহাজ্ব কাজী কেরামত আলী, রাজবাড়ী জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও জেলা চেম্বার অব কমার্সের সভাপতি কাজী ইরাদত আলী, দৈনিক মাতৃকণ্ঠের সম্পাদক ও প্রকাশক এবং রাজবাড়ী প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক খোন্দকার আব্দুল মতিন, পাংশা উপজেলা আওয়ামী লীগের সভাপতি সাইফুল ইসলাম বুড়ো।

এছাড়াও শোক জানান রোটারি ক্লাব অব রাজবাড়ী চন্দনার সাধারণ সম্পাদক এ্যাড. খান মো. জহুরুল হক, রাজবাড়ীর সিভিল সার্জন ডা. ইব্রাহিম টিটন, সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. দীপক কুমারসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ।

ডা. এ এস এম শফিউদ্দিন পাতার সাবেক কর্মস্থল বালিয়াকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য কর্মকর্তা ডা. শাফিন জব্বার তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে বলেছেন, ডা. এ এস এম শফিউদ্দিন পাতা স্যার ছিলেন আমাদের স্বাস্থ্য বিভাগের অভিভাবক। যে কোন সংকটময় সময়ে স্যারের কাছে গেলে স্যার আমাদেরকে সাহায্য করতেন। শুধু চিকিৎসা ক্ষেত্রেই নয়, তিনি রাজনৈতিক অঙ্গন থেকেও গরিব-অসহায় মানুষের পাশে দাঁড়াতেন। স্যারের এই মৃত্যুতে আমরা গভীর ভাবে শোকাহত।

রাজবাড়ী-২ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. জিল্লুল হাকিম  বলেন, ডা. এ এস এম শফিউদ্দিন পাতা ছিলেন দক্ষ ও সৎ রাজনৈতিক নেতা। তার রাজনৈতিক জীবনে তিনি শুধু নির্যাতিত-নিপীড়িত অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছেন। তার মৃত্যুতে পাংশাবাসী একজন সাদা মনের সৎ রাজনৈতিক ও একজন বিশিষ্ট চিকিৎসককে হারালো।

এ সম্পর্কিত আরও খবর