একই কর্মসূচিতে রংপুরে পৃথক বিএনপি

রংপুর, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2023-09-01 06:05:05

একুশে আগস্ট গ্রেনেড হামলা মামলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ কেন্দ্রীয় সিনিয়র নেতাদের সাজা দেয়ার প্রতিবাদে দুই ভাগে বিভক্ত হয়ে কালো পতাকা মিছিল করেছেন রংপুর জেলা ও মহানগর বিএনপি। 

রোববার (২১ অক্টোবর) দুপুর পৌনে বারোটায় গ্রান্ড হোটেল মোড়ের দলীয় কার্যালয় থেকে জেলা ও মহানগর বিএনপিসহ অঙ্গ সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা কালো পতাকা হাতে মিছিল বের করেন। মিছিল নিয়ে প্রধান সড়কের কাছে গেলে পুলিশ তাদের বাধা দেয়।

পরে পুলিশী বাধায় সড়কে নামতে না পেরে কার্যালয়ের সামনে প্রতিবাদ সমাবেশ করেন। এতে মহানগর বিএনপির সভাপতি মোজাফফর হোসেনের সভাপতিত্বে বক্তব্য রাখেন, জেলা বিএনপির সভাপতি সাইফুল ইসলাম, সাধারণ সম্পাদক রইচ আহমেদ, মহানগর বিএনপির সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম মিজু, সহ-সভাপতি কাওসার জামান বাবলা, সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম, মহানগর যুবদলের সাংগঠনিক সম্পাদক জহির আলম নয়ন, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি শহিদুল ইসলাম লিটন, মহানগর স্বেচ্ছাসেবক দলের সভাপতি রাশেদ উন নবী খান বিপ্লব, সাধারণ সম্পাদক মোখছেদুল আরেফীন রুবেল, জেলা ছাত্রদলের সভাপতি মনিরুজ্জামান হিজবুল, মহানগর ছাত্রদলের সভাপতি নুর হাসান সুমন প্রমুখ।

অন্যদিকে বেলা পৌনে ১টায় একইস্থান থেকে বিএনপির অপর একটি অংশ কালো পতাকা মিছিল বের করলে তাদেরকে কার্যালয়ের সম্মুখে ব্যারিকেড দেন। পরে সেখানে অনুষ্ঠিত সমাবেশে মহানগর বিএনপির সিনিয়র সহ-সভাপতি সামসুজ্জামান সামুর সভাপতিত্বে বক্তব্য রাখেন, মহানগর বিএনপির যুগ্ন সাধারণ সম্পাদক আনিছুর রহমান লাকু, জেলা যুবদল সভাপতি নাজমুল আলম নাজু, সাধারণ সম্পাদক সামসুল হক ঝন্টু, মহানগর যুবদলের সাধারণ সম্পাদক লিটন পারভেজ, জেলা যুবদলের যুগ্ন সাধারণ সম্পাদক আকিবুল ইসলাম মনু, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক শরীফ নেওয়াজ জোহা, মহানগর ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক রাজিব চৌধুরী প্রমুখ।

পৃথকভাবে অনুষ্ঠিত কালো পতাকা মিছিল ও প্রতিবাদ সমাবেশে রংপুর জেলা ও মহানগর বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠন যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, মহিলা দল, কৃষক দলসহ জাসাসের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

এ সম্পর্কিত আরও খবর