সিরাজগঞ্জে সরকারি ওষুধ বিক্রি করায় ৫০ হাজার টাকা জরিমানা

, জাতীয়

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, সিরাজগঞ্জ | 2023-09-01 05:32:11

সরকারি ওষুধ বিক্রির দায়ে সিরাজগঞ্জের উল্লাপাড়ায় মুক্তা মেডিক্যাল হল নামে এক ফার্মেসীকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা সংরক্ষণ অধিকার অধিদপ্তর।

বুধবার (৪ আগস্ট) দুপুরে ভোক্তা সংরক্ষণ অধিকার অধিদপ্তর সিরাজগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মাহমুদ হাসান রনির নেতৃত্বে উল্লাপাড়া পৌর এলাকায় এ অভিযান চালানো হয়।

এছাড়াও কুঠিবাজার এলাকায় অপর দুটি অভিযানে পরিমাপে কম দেয়ায় এক মাছ বিক্রেতাকে ২ হাজার ও মূল্য তালিকা না থাকায় চাল ব্যবসায়ীকে ২ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

ভোক্তা সংরক্ষণ অধিকার অধিদপ্তর সিরাজগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মাহমুদ হাসান রনি জানান, অধিদপ্তরের মহাপরিচালকের অর্পিত ক্ষমতাবলে সিরাজগঞ্জ জেলা প্রশাসকের নির্দেশনায় ও উল্লাপাড়া ‍উপজেলা নির্বাহী অফিসারের সহযোগিতায় এ অভিযান চালানো হয়। মুক্তা মেডিক্যাল হলে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ সরকারি ওষুধ বিক্রি করতে দেখা যায়। এ সময় সরকারি ওষুধ বিক্রি ও পণ্য যথাযথভাবে বিক্রি এবং সরবরাহ না করার অপরাধে মুক্তা মেডিক্যাল হলকে  ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

অপরদিকে কুঠিবাজার এলাকায় বাটখারার ওজন কম হওয়ায় এক মাছ ব্যবাসীয় এবং মূল্য তালিকা না থাকায় চাল বিক্রেতাকে ২ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

এ সম্পর্কিত আরও খবর