নোয়াখালীতে করোনায় শনাক্তের হার ২৯ শতাংশ

, জাতীয়

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, নোয়াখালী | 2023-08-20 04:34:10

নোয়াখালীতে গত কয়েকদিনে করোনা আক্রান্তের হার বেড়েছে। গত ২৪ ঘণ্টায় শনাক্তের হার ২৯ দশমিক ৩২ শতাংশ। এদিন ৫৯০ জনের নমুনা পরীক্ষা করে ১৭৩ জনের শরীরে করোনা শনাক্ত হয়।

শুক্রবার (০৬ আগস্ট) সকালে জেলা সিভিল সার্জন ডা. মো. মাসুম ইফতেখার বিষয়টি নিশ্চিত করেন। এর আগে বৃহস্পতিবার রাতের দিকে জেলা সিভিল সার্জনের কার্যালয় এই সব তথ্য তাদের ফেইসবুক অ্যাকাউন্টেও প্রকাশ করে।

তিনি আরও জানান, এতে জেলায় মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৬ হাজার ৯৭৭ জন। মোট আক্রান্তের হার ১৪ দশমিক ৫০ শতাংশ। গত ২৪ ঘণ্টায় জেলায় করোনায় ৩ জনের মৃত্যু হয়েছে। জেলায় এই নিয়ে করোনায় আক্রান্ত হয়ে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১৯৯ জনে। এর মধ্যে সদর উপজেলায় মারা যায় ৩৬ জন, সুবর্ণচরে ৬ জন, হাতিয়ায় ২ জন, বেগমগঞ্জে ৬৩ জন, সোনাইমুড়ীতে ১৬ জন, চাটখিলে ২৪ জন, সেনবাগে ২৫ জন, কোম্পানীগঞ্জে ৪ জন, কবিরহাটে ২৩ জন। মৃত্যুর হার ১ দশমিক ১৭ শতাংশ।

সিভিল সার্জনের কার্যালয় সূত্র জানায়, নতুন আক্রান্তদের মধ্যে সদর উপজেলায় ৬২ জন, সুবর্ণচরে ৮ জন, হাতিয়ায় ৩ জন, বেগমগঞ্জে ৩১ জন, সোনাইমুড়ীতে ৩ জন, চাটখিলে ২ জন, সেনবাগে ৩ জন, কোম্পানীগঞ্জে ৪৭ জন, কবিরহাটে ১৪ জন রয়েছেন। আরও জানা যায়, এছাড়া সুস্থ হয়েছেন এগার হাজার ১৬০ জন। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৬৫ দশমিক ৭৩শতাংশ।

এদিকে আইসোলেশনে চিকিৎসাধীন রোগীর সংখ্যা পাঁচ হাজার ৬১৮ জন। কোভিড ডেডিকেটেড হাসপাতালে (শহীদ ভুলু স্টেডিয়াম) ভর্তি রয়েছেন ৮৭ জন।

এ সম্পর্কিত আরও খবর