মহামারি করোনাভাইরাস (কভিড-১৯) সংক্রমণ হয়ে এ পর্যন্ত ২২ হাজার ৪১১ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ঢাকা বিভাগের বাসিন্দাই ১০ হাজার ৫৭ জন। যা শতকরা হারে ৪৪.৮৮ শতাংশ।
এছাড়া বিভাগওয়ারি মৃতের সংখ্যা ঢাকার পরেই দ্বিতীয় সর্বোচ্চ চট্টগ্রামে ৪ হাজার ৩০৪ জন। এরপর খুলনায় ৩ হাজার ১১ জন, রাজশাহীতে ১ হাজার ৭০৭ জন, রংপুরে ১ হাজার ১২০ জন, সিলেটে ৮৪৮ জন, বরিশালে ৭৩৯ জন এবং ময়মনসিংহে ৬২৫ জন।
গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাস সংক্রমিত হয়ে ২৬১ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ঢাকা বিভাগের বাসিন্দাই ১০১ জন। আর ঢাকা মহানগরের ৬ হাজার ৭২৪ জন।
আজ শনিবার (০৭ আগস্ট) স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় নতুন করে শনাক্ত হয়েছেন ৮ হাজার ১৩৬ জন। এনিয়ে মোট শনাক্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ১৩ লাখ ৪৩ হাজার ৩৯৬ জন। একই সময়ে বাসা ও হাসপাতাল মিলিয়ে সুস্থ হয়েছেন ১৬ হাজার ৩৮৩ জন। এনিয়ে মোট সুস্থ হলেন ১১ লাখ ৮৮ হাজার ৮২০ জন।
এতে বলা হয়, ২৪ ঘণ্টায় সারা দেশে সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় ৭০৭টি পরীক্ষাগারে নমুনা সংগ্রহ ও পরীক্ষা হয়েছে। এর মধ্যে আরটি-পিসিআর ল্যাব ১৩৩টি, জিন এক্সপার্ট ৫৩টি, র্যাপিড অ্যান্টিজেন ৫২১টি। এসব ল্যাবে ৩১ হাজার ৭০২টি নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষা করা হয়েছে ৩১ হাজার ৭১৪টি। মোট নমুনা পরীক্ষা হয়েছে ৮০ লাখ ৭৫ হাজার ৪০৭টি। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ৫৯ লাখ ৫৫ হাজার ৪৪৯টি এবং বেসরকারি ব্যবস্থাপনায় ২১ লাখ ১৯ হাজার ৯৫৮টি।