মানিকগঞ্জে ২৪ ঘন্টায় ৮ জনের মৃত্যু, শনাক্ত ১৫৩

, জাতীয়

ডিস্ট্রিক করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, মানিকগঞ্জ | 2023-08-28 23:00:34

মানিকগঞ্জে কোভিড ডেডিকেটেড হাসপাতালে গত ২৪ ঘন্টায় করোনায় ৩ জন ও উপসর্গ নিয়ে ৫ জনের মৃত্যু হয়েছে।

রোববার ( ৮ আগষ্ট) বেলা সাড়ে ১১ টার দিকে কোভিড ডেডিকেটেড হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ কাজী একেএম রাসেল বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, জেলা কোভিড ডেডিকেটেড হাসপাতালে ৭৯ পুরুষ ও ৬৮ জন মহিলাসহ ১৪৭ জন করোনা পজিটিভ রোগী ভর্তি রয়েছেন। এছাড়া ৮২ জন ও ৯৯ জন মহিলাসহ ১৮১ জন রোগী উপসর্গ নিয়ে আইসোলেশন ওয়ার্ডে ভর্তি রয়েছেন। এ হাসপাতালে ভর্তি মোট রোগী রয়েছে ৩২৮ জন। এদিকে জেলায় গত ২৪ ঘন্টায় ৭৭০ টি নমুনার প্রাপ্ত ফলাফলে ১৫৩ জন করোনায় আক্রান্ত হয়েছেন।

করোনা শনাক্তের বিষয়ে সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার ডাঃ রফিকুন্নাহার বন্যা বিষয়টি নিশ্চিত করে জানান, নতুন ১৫৩ জনের মধ্যে মানিকগঞ্জ সদর উপজেলায় ৬৪ জন, সাটুরিয়া উপজেলায় ২৮ জন , ঘিওর ২৯ জন , দৌলতপুর ৯ জন, শিবালয় ১০ ও হরিরামপুর উপজেলায় ১৩ জন রোগী সনাক্ত হয়েছে।

এ নিয়ে জেলায় মোট করোনা আক্রান্ত রোগীর সংখ্যা দাড়িয়েছে ৬ হাজার ছয়শো তিন জনে। এদের মধ্যে ৩ হাজার চারশো ৯৮ জন রোগী সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। বাকিরা বিভিন্ন হাসপাতালে ও নিজ বাড়িতে আইসোলশনে থেকে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী চিকিৎসা নিচ্ছেন।

 

এ সম্পর্কিত আরও খবর