রংপুর বিভাগে একদিনে আরও ১৯ মৃত্যু, শনাক্ত ৩৯১

, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, রংপুর | 2023-08-27 15:34:22

রংপুর বিভাগে গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়ে আরও ১৯ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে করোনা শনাক্ত হয়েছে ৩৯১ জনের। এ নিয়ে বিভাগে করোনায় মৃতের সংখ্যা ১০৪৩ জনে দাঁড়িয়েছে। শনাক্তের হার ২৫ দশমিক ৫৪ শতাংশ।

সোমবার (৯ আগস্ট) দুপুরে এসব তথ্য নিশ্চিত করেন রংপুর বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. মোতাহারুল ইসলাম।

তিনি জানান, সোমবার সকাল ৮টার পূর্ববর্তী ২৪ ঘণ্টায় করোনায় মারা গেছেন ১৯ জন। মারা যাওয়া ব্যক্তিদের মধ্যে রংপুরের ৫ জন, পঞ্চগড়ের ১, নীলফামারীর ৩, কুড়িগ্রামের ১, ঠাকুরগাঁওয়ের ৪, দিনাজপুরের ৩ ও গাইবান্ধার ২ জন রয়েছেন।

আর এ সময়ে বিভাগে ১ হাজার ৫৩১ জনের নমুনা পরীক্ষা করে রংপুরের ১০২, পঞ্চগড়ের ৩৮, নীলফামারীর ৩৬, লালমনিরহাটের ২১, কুড়িগ্রামের ৪২, ঠাকুরগাঁওয়ের ৫৫, দিনাজপুরের ৬৩, গাইবান্ধার ৩৪ জনের শরীরে করোনা শনাক্ত হয়।

বিভাগীয় স্বাস্থ্য অধিদফতর সূত্রে জানা গেছে, রংপুর বিভাগে নতুন করে মারা যাওয়া ‌১৯ জনসহ বিভাগে করোনায় মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ‌‌৪৩ জনে। এর মধ্যে দিনাজপুরের ২৯৬ জন, রংপুরের ২৩৭ জন, ঠাকুরগাঁওয়ের ২০১ জন, নীলফামারীর ৭৫ জন, পঞ্চগড়ের ৬৫ জন, কুড়িগ্রামের ৫৮ জন, লালমনিরহাটের ৫৭ জন ও গাইবান্ধার ৫৪ জন রয়েছেন। ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৮৬৬ জন।

বিভাগের আট জেলায় এখন পর্যন্ত ৪৮ হাজার ৭৪২ জনের করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে দিনাজপুরে ১৩ হাজার ৩৯৩ জন, রংপুরে ১১ হাজার ৫১ জন, ঠাকুরগাঁওয়ে ৬ হাজার ৫৬০ জন, গাইবান্ধায় ৪ হাজার ১৯১ জন, নীলফামারীর ৩ হাজার ৯৭১ জন, কুড়িগ্রামে ৪ হাজার ৩৭ জন, লালমনিরহাটে ২ হাজার ৪৩৮ জন এবং পঞ্চগড়ে ৩ হাজার ১০১ জনের করোনা শনাক্ত হয়। এখন পর্যন্ত বিভাগে সুস্থ হওয়া রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৩৮ হাজার ৫২৬ জনে।

করোনা সংক্রমণ প্রতিরোধে সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানিয়ে বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. মোতাহারুল ইসলাম বলেন, সরকার ঘোষিত বিধিনিষেধ মেনে চলার বিকল্প নেই। বর্তমান পরিস্থিতিতে বাধ্যতামূলকভাবে মাস্ক পরা নিশ্চিত করতে হবে।

এ সম্পর্কিত আরও খবর