রংপুর বিভাগে একদিনে আরও ১৪ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে ৩১৫ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে বিভাগে মৃত্যুর সংখ্যা ১ হাজার ৫৭ জনে দাঁড়িয়েছে।
মঙ্গলবার (১০ আগস্ট) দুপুরে এসব তথ্য নিশ্চিত করেন রংপুর বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. মোতাহারুল ইসলাম।
তিনি জানান, মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় করোনায় ১৪ জনের মৃত্যু হয়েছে। মারা যাওয়া ব্যক্তিদের মধ্যে রংপুরের পাঁচজন, গাইবান্ধার তিনজন, দিনাজপুরের দুইজনসহ ঠাকুরগাঁও, পঞ্চগড়, নীলফামারী ও কুড়িগ্রামের একজন করে রয়েছেন। আর সুস্থ হয়েছেন ৫২৯ জন।
একই সময়ে বিভাগে ১ হাজার ৪০৮ জনের নমুনা পরীক্ষা করে রংপুরের ৭০ জন, দিনাজপুরের ৫৪ জন, কুড়িগ্রামের ৪৩ জন, ঠাকুরগাঁওয়ের ৪২ জন, নীলফামারীর ৩৬ জন, গাইবান্ধার ৩৬ জন, পঞ্চগড়ের ২৫ জন ও লালমনিরহাট জেলার ৯ জন রয়েছে। বিভাগে শনাক্তের হার ২২ দশমিক ৩৭ শতাংশ।
বিভাগীয় স্বাস্থ্য অধিদফতর সূত্রে জানা গেছে, বিভাগে করোনায় এ পর্যন্ত মৃত ১ হাজার ৫৭ জনের মধ্যে দিনাজপুরের ২৯৮ জন, রংপুরের ২৪২ জন, ঠাকুরগাঁওয়ের ২০২ জন, নীলফামারীর ৭৬ জন, পঞ্চগড়ের ৬৬ জন, কুড়িগ্রামের ৫৯ জন, লালমনিরহাটের ৫৭ জন ও গাইবান্ধার ৫৭ জন রয়েছেন।
বিভাগের আট জেলায় এখন পর্যন্ত ৪৯ হাজার ৫৭ জনের করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে দিনাজপুরে ১৩ হাজার ৪৪৭ জন, রংপুরে ১১ হাজার ১২১ জন, ঠাকুরগাঁওয়ে ৬ হাজার ৬০২ জন, গাইবান্ধায় ৪ হাজার ২২৭ জন, নীলফামারীর ৪ হাজার ৭ জন, কুড়িগ্রামে ৪ হাজার ৮০ জন, লালমনিরহাটে ২ হাজার ৪৪৭ জন এবং পঞ্চগড়ে ৩ হাজার ১২৬ জনের করোনা শনাক্ত হয়। এখন পর্যন্ত বিভাগে সুস্থ হওয়া রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৩৯ হাজার ৫৫ জনে।
করোনাভাইরাস শনাক্তের শুরু থেকে এ পর্যন্ত রংপুর বিভাগে ২ লাখ ৩২ হাজার ৫০৬ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে।
করোনার সংক্রমণ প্রতিরোধে সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানিয়ে বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. মোতাহারুল ইসলাম বলেন, বর্তমান পরিস্থিতিতে বাধ্যতামূলক ভাবে মাস্ক পরা নিশ্চিত করতে হবে। সরকার ঘোষিত বিধিনিষেধ মেনে চলার বিকল্প নেই।