দেশে বৈশ্বিক মহামারি করোনাভাইরাস শনাক্তে বা মৃত্যু প্রতিদিনই রেকর্ড ভাঙছে। দেশে গত ২৪ ঘণ্টায় দেশে ২৬৪ জনের মৃত্যু হয়েছে। গত ছয় দিনেই প্রাণ হারিয়েছেন ১ হাজার ৫২৩ জন। আর জুলাইয়ের ৩০ দিনে মারা গেছেন ৫ হাজার ৯৬৪ জন। এর আগে সর্বোচ্চ মৃত্যু হয়েছিল এপ্রিলে ২ হাজার ৪০৪ জন। এপ্রিল ও জুন ছাড়া যে কোনো মাসের মোট মৃত্যুর চেয়ে বেশি মানুষ মারা গেছেন গত এক সপ্তাহে।
২৪ ঘণ্টায় নতুন করে শনাক্ত হয়েছেন ১১ হাজার ১৬৪ জন। দেশে করোনাভাইরাস শনাক্ত রোগীর সংখ্যা ১৩ লাখ ৭৬ হাজার ৩২২ জন।
স্বাস্থ্য অধিদফতরের তথ্য বিশ্লেষণ করে দেখা যায়, গত ৩১ মার্চ দেশে করোনায় মোট মৃত্যু ৯ হাজার ছাড়িয়েছিল। মৃত্যু ৮ হাজার থেকে ৯ হাজার ছাড়াতে সময় লেগেছিল ৬৭ দিন। ৯ হাজার থেকে মৃত্যু ১০ হাজারে পৌঁছাতে সময় লেগেছিল ১৫ দিন। আর ১০ হাজার থেকে ১১ হাজারে পৌঁছায় মাত্র ১০ দিনে।
এরপর ১১ মে করোনায় মৃত্যু ১২ হাজার ছাড়িয়ে যায়। মৃত্যু ১১ থেকে ১২ হাজার পৌঁছায় ১৬ দিনে। গত ১১ জুন করোনায় মৃত্যু ১৩ হাজার ছাড়ায়। মৃত্যুর সংখ্যা ১২ থেকে ১৩ হাজারে পৌঁছাতে সময় লাগে ৩১ দিন। গত ২৬ জুন করোনায় মৃত্যু ১৪ হাজারে পৌঁছায়। মৃত্যু ১৩ থেকে ১৪ হাজারে পৌঁছাতে সময় লাগে ১৫ দিন। করোনায় মৃত্যু ১৫ হাজার ছাড়িয়েছিল ৪ জুলাই। মৃত্যু ১৪ থেকে ১৫ হাজারে পৌঁছাতে সময় লেগেছিল ৮ দিন। মৃত্যু ১৫ থেকে ১৬ হাজারে পৌঁছাতে সময় লেগেছিল ৫ দিন। মৃত্যু ১৬ থেকে ১৭ হাজারে পৌঁছাতে সময় লাগে ৫ দিন। আর ১৭ থেকে ১৮ হাজারে পৌঁছাতে সময় লাগে ৫ দিন। গত ২৪ জুলাই করোনায় মৃত্যু ১৯ হাজার ছাড়ায়। মৃত্যু ১৯ থেকে ২০ হাজারে পৌঁছাতে সময় লাগে ৪ দিন। আর ২০ থেকে ২১ হাজারে পৌঁছাতে সময় লাগে ৫ দিন। মৃত্যু ২১ থেকে ২২ হাজারে পৌঁছাতে সময় লাগে ৪ দিন। মৃত্যুর সংখ্যা ২২ থেকে ২৩ হাজারে পৌঁছাতে সময় লাগে ৪ দিন।
করোনার ঊর্ধ্বমুখী প্রবণতা শুরু হয়েছে ঈদুল আজহার আগ থেকেই। আর ঈদুল আজহার পর এর প্রবণতা আরও বৃদ্ধি পেয়েছে। বিশেষ করে গ্রামাঞ্চলে রোগী দ্রুত বাড়ছে।