জোট নিয়ে দুশ্চিন্তা করে না আওয়ামী লীগ: প্রধানমন্ত্রী

ঢাকা, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2023-08-28 08:58:30

আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, রাজনৈতিক দলগুলো ঐক্যবদ্ধ হয়েছে সেটাকে আমি স্বাগত জানাই। তারা যদি ঐক্যবদ্ধ হয়ে সফলতা পায় তাহলে অসুবিধা কোথায়। তবে কে কে ঐক্যবদ্ধ হল সেটাও দেখা দরকার। আওয়ামী লীগ এটা নিয়ে দুশ্চিন্তা করে না। বরং তারা যে এক হয়েছে সেটাই ভালো।

সোমবার (২২ অক্টোবর) বিকেল চারটায় গণভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এক সাংবাদিকের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাম্প্রতিক সৌদি আরব সফর নিয়ে এই সংবাদ সম্মেলন আয়োজন করা হয়।

তিনি বলেন, আমাদের দেশে রাজনৈতিক স্বাধীনতা আছে। কথা বলার স্বাধীনতা আছে, সাংবাদিকতার স্বাধীনতা আছে, বিচার বিভাগের স্বাধীনতা আছে। ৭৫ এর পর মানুষ যে স্বাধীনতা ভোগ করছে সেটা আর কখনো পায় নি। রাজনীতিতে জোট করার স্বাধীনতা সকলের আছে।

সংবাদ সম্মেলনে মন্ত্রী, সংসদ সদস্য, সরকারি ও বেসরকারি কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এ সম্পর্কিত আরও খবর